Behala Road Accident: ২৫ অগাস্ট জন্মদিন ছিল... মৃত সন্তানের স্কুল-ব্যাগ কোলে নিয়ে বুকফাটা কান্না মায়ের

Last Updated:

অভিভাবকের সঙ্গে সাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিল ওই স্কুল পড়ুয়া। সেসময় মাটি বোঝাই একটি লরি ধাক্কা মারে।

২৫ তারিখে জন্মদিন ছিল ছোট্ট সৌরনীলের
২৫ তারিখে জন্মদিন ছিল ছোট্ট সৌরনীলের
কলকাতা: এ দৃশ্য চোখে দেখা যায় না। অথচ শুক্রবারের সকালে গোটা শহর সাক্ষী ছিল হৃদয় মোচড়ানো সেই দৃশ্যের। মৃত সন্তানের জন্য মায়ের আকুল কান্না, বুকফাটা হাহাকার। সাত বছরের শিশুর স্কুলব্যাগ বুকে চেপে ধরে রয়েছেন মা। কোল শূন্য। মর্মান্তিক পথ দুর্ঘটনা কেড়ে নিয়েছে তার সাত বছরের সন্তানকে।
এই মাসের শেষেই ছিল ছোট্ট সৌরনীলের জন্মদিন। ২৫ তারিখের প্রস্তুতি নিচ্ছিল তার পরিবার। ঘুরতে যাওয়ার কথাও ছিল। সে জন্মদিন আর পালন হবে না হয়তো কোনওদিন। অভিভাবকের সঙ্গে সাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিল ওই স্কুল পড়ুয়া। আর এক লহমায় সব শেষ।
advertisement
বেহালায় লরির ধাক্কায় মৃত্যু হয় স্কুল পড়ুয়া সৌরনীল সরকারের। আহত হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি ওই পড়ুয়ার বাবা। এরপরই রণক্ষেত্রের চেহারা নিল বেহালা এলাকা। পুলিশের গাড়িতে আগুন। এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। অভিভাবকের সঙ্গে সাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিল ওই স্কুল পড়ুয়া। সেসময় মাটি বোঝাই একটি লরি ধাক্কা মারে।
advertisement
তাতেই ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়। শিশুটির বাবাকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এলাকায় ক্ষিপ্ত জনতা পুলিশের গাড়িতে আগুন জ্বালিয়ে ভাঙচুর করে। অভিযোগ, একজন মাত্র পুলিশ যতক্ষণে ঘটনাস্থলে ছুটে আসে, ততক্ষণে ঘাতক গাড়িটি পালিয়ে যায়। রাস্তা অবরোধ করে জনতা। ডায়মন্ড হারবার রোড সহ বেহালা চৌরাস্তাও অবরুদ্ধ হয়ে পড়ে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Behala Road Accident: ২৫ অগাস্ট জন্মদিন ছিল... মৃত সন্তানের স্কুল-ব্যাগ কোলে নিয়ে বুকফাটা কান্না মায়ের
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement