পঞ্চায়েত নির্বাচনের আগে ভিত শক্ত করছে বিজেপি! রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, তুঙ্গে তৎপরতা

Last Updated:

সরকারি অনুষ্ঠানসূচির মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়া যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

#কলকাতা: পঞ্চায়েত নির্বাচন আসন্ন৷ ভোটের দামামা বেজে গিয়েছে৷ শুরু হয়ে গিয়েছে রাজনীতির রণকৌশল৷ এরই মধ্যে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, ৩০ ডিসেম্বর সরকারি অনুষ্ঠানের পাশাপাশি রাজনৈতিক কর্মসূচিতেও অংশ নেওয়ার সম্ভাবনা থাকছে প্রধানমন্ত্রীর। হাওড়াতে করতে পারেন রাজনৈতিক জনসভা। ফের বিজেপির কর্মসূচিতে অংশ নিতে পারেন মোদি। বিজেপি সূত্রে খবর পঞ্চায়েত নির্বাচনের আগে আগামী দু মাসের মধ্যে রাজ্যে ছ'টি জনসভা করবেন মোদি। তার প্রথমটি ৩০ ডিসেম্বর।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে একদিকে যেমন চলছে প্রশাসনিক তাৎপরতা, পাশাপাশি বিজেপি রাজ্য নেতৃত্বও প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বেশ উজ্জীবিত হয়ে। একুশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে এসে একাধিক জনসভা করেছিলেন নরেন্দ্র মোদি। ফের পঞ্চায়েত নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর রাজ্য সফর এবং রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
advertisement
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরে বিজেপির বিধায়ক সাংসদদের পাশাপাশি রাজ্য নেতৃত্বও আলাদা করে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পারেন বলেও জানা যাচ্ছে। ৩০ ডিসেম্বর কলকাতায় জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক-সহ সরকারি ঠাসা কর্মসূচির রয়েছে।
কয়েকদিন আগেই কলকাতা সফরে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ প্রথমেই বিজেপির রাজ্য দফতরে সাংগঠনিক বৈঠক করেন বাংলার বিজেপি নেতাদের সঙ্গে। এবার সরকারি অনুষ্ঠানসূচির মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়া যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।
বাংলা খবর/ খবর/কলকাতা/
পঞ্চায়েত নির্বাচনের আগে ভিত শক্ত করছে বিজেপি! রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, তুঙ্গে তৎপরতা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement