জামিনের আবেদনের প্রামাণ্য নথিই জাল! বিডিও প্রশান্ত বর্মণের বিরুদ্ধে ফের আদালতে পুলিশ
- Reported by:Anup Chakraborty
- news18 bangla
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় বিডিও প্রশান্ত বর্মনের জামিন নাকচের জন্য আরো কড়া মনোভাব নিতে চলেছে বিধান নগর পুলিশ।
কলকাতা: স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় বিডিও প্রশান্ত বর্মনের জামিন নাকচের জন্য আরো কড়া মনোভাব নিতে চলেছে বিধান নগর পুলিশ গতকালকেই, বারাসত আদালতে আগাম জামিন পেয়েছিলেন বিডিও প্রশান্ত বর্মন। বারাসত আদালতে বিডিও প্রশান্ত বর্মন একটি নথি পেশ করেছিলেন, সেখানে তিনি দাবি করেন ঘটনার দিন একটি গেস্ট হাউসে ছিলেন। এরপরেই এই বিষয়টি নিয়ে তদন্তে নামে বিধাননগর পুলিশ। পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখার পরে দেখা যাচ্ছে সেই গেস্ট হাউসে নথি নকল করা হয়েছিল। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে সেই গেস্ট হাউসের মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: রাজ্যে এখনও মৃত ভোটারের সংখ্যা বেড়ে হল ১৮ লাখ ৭০ হাজার! আপডেট করতে জোর কমিশনের
এমনকি সেই নথি পুলিশের পক্ষ থেকে ফরেন্সিকে পাঠানো হয়েছে প্রাথমিকভাবে রিপোর্ট উঠে আসছে নথি জাল করা হয়েছে। এই নিয়ে বিধান নগর পুলিশকর্তাদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে বলে সূত্রের খবর। এবার ভিডিওর বিরুদ্ধে জামিন নাকচ করার জন্য আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে বিধান নগর পুলিশ। এই গোটা ঘটনায় এমনিতেই পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়েছে সেখান থেকে শিক্ষা নিয়েই আরো কড়া মনোভাব নিতে চলেছে পুলিশ। চলতি সপ্তাহেই জামিনের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হতে চলেছে বিধান নগর পুলিশ।
advertisement
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Nov 30, 2025 9:45 AM IST










