রাজ্যে এখনও মৃত ভোটারের সংখ্যা বেড়ে হল ১৮ লাখ ৭০ হাজার! আপডেট করতে জোর কমিশনের
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Election Commission: এখনও পর্যন্ত মৃত ভোটারের সংখ্যা বেড়ে সন্ধ্যা পর্যন্ত দাঁড়াল ১৮ লক্ষ ৭০ হাজার। রাজ্যের কয়েকটি জেলার জেলাশাসকের কাজ নিয়ে উস্মা প্রকাশ মুখ্য নির্বাচনী আধিকারিকের।
এখনও পর্যন্ত মৃত ভোটারের সংখ্যা বেড়ে সন্ধ্যা পর্যন্ত দাঁড়াল ১৮ লক্ষ ৭০ হাজার। রাজ্যের কয়েকটি জেলার জেলাশাসকের কাজ নিয়ে উস্মা প্রকাশ মুখ্য নির্বাচনী আধিকারিকের।
কোচবিহার, মালদহ, দক্ষিণ ২৪ পরগনা জেলার কাজ নিয়ে উষ্মা প্রকাশ মুখ্য নির্বাচনী আধিকারিকের। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এই নিয়ে প্রশ্ন তোলেন, মৃত ভোটারের সংখ্যা কেন এত কম দেখানো হচ্ছে? বারবার বলা হচ্ছে মৃত ভোটারের সংখ্যা আপডেট করতে তবুও কেন করা হচ্ছে না? পাশাপাপাশি কেন নির্বাচন কমিশনের সিইও-র নির্দেশকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, সেই নিয়েও জানতে চান তিনি।
advertisement
advertisement
সেই সঙ্গে দক্ষিণ ২৪ পরগনার এক বিএলও-র ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তিনি প্রশ্ন তোলেন, কী করে একজন বিএলও রাজনৈতিক দলের অফিসে বসে এসআইআর ফর্ম আপলোড এর কাজ করেন? দক্ষিণ ২৪ পরগনা জেলার জেলাশাসককে প্রশ্ন করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, এমনটাই কমিশন সূত্রে খবর।
advertisement
অবিলম্বে সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসারের থেকে ব্যাখ্যা চাওয়া উচিত। বৈঠকে বলেন জাতীয় নির্বাচন কমিশন নিযুক্ত স্পেশাল রোল অবজার্ভার সুব্রত গুপ্ত বলেই কমিশন সূত্রে খবর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Nov 29, 2025 8:57 PM IST









