পুরুষ সঙ্গীকে নিয়ে সারারাত গেস্ট হাউজে, সকাল হতেই মিলল বার ডান্সারের নিথর দেহ! আনন্দপুরে রহস্য

Last Updated:

রবিবার রাতে তিনি তার বন্ধু মোঃ চাঁদের সঙ্গে আনন্দপুরের একটি গেস্ট হাউসে রাত কাটান।

পুরুষ সঙ্গীকে নিয়ে সারারাত গেস্ট হাউজে, সকাল হতেই মিলল বার ডান্সারের নিথর দেহ! আনন্দপুরে রহস্য
পুরুষ সঙ্গীকে নিয়ে সারারাত গেস্ট হাউজে, সকাল হতেই মিলল বার ডান্সারের নিথর দেহ! আনন্দপুরে রহস্য
কলকাতা: পানশালায় মহিলা কর্মীর মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য। আনন্দপুর থানা এলাকায় একটি গেস্ট হাউসের ঘটনায় তীব্র চাঞ্চল‍্য। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে ওই মহিলা তাঁর পুরুষ সঙ্গীর সঙ্গে এসেছিলেন এই গেস্ট হাউসে। সোমবার তাকে অচৈতন‍্য অবস্থায় উদ্ধার করা হয়। জানা গিয়েছে তরুণী আদতে পঞ্জাবের বাসিন্দা। ২৭ বছর বয়সী মৃতা যুবতীর নাম শ্রেয়া বর্মা।
জানা গিয়েছে, গত রবিবার রাতে তিনি তার বন্ধু মোঃ চাঁদের সঙ্গে আনন্দপুরের একটি গেস্ট হাউসে রাত কাটান। সূত্রের খবর, দু’জনেই অতিরিক্ত মদ‍্যপান করেন। পরদিন সকালে শারীরিক অসুস্থতা বোধ করেন শ্রেয়া বর্মা। জানা গিয়েছে, তার সঙ্গী মোঃ চাঁদ তাকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।
https://youtu.be/iu8WQr7O7nY?si=AGHQBLJo9Uoq9L6c
advertisement
advertisement
হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকেরা মৃত ঘোষণা করে। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র কর অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে। মহিলার মৃত‍্যুর আসল কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হবে বলেই পুলিশের দাবি। আন্দনপুর থানা এলাকায় একটি গেস্ট হাউসের ডান্স বারের কর্মী ছিলেন মৃতা।
বাংলা খবর/ খবর/কলকাতা/
পুরুষ সঙ্গীকে নিয়ে সারারাত গেস্ট হাউজে, সকাল হতেই মিলল বার ডান্সারের নিথর দেহ! আনন্দপুরে রহস্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement