৪৫৯ বস্তা নিষিদ্ধ চিনা রসুন বাজেয়াপ্ত শহরে, ধৃত ১

Last Updated:

চিনা রসুন শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর৷ গবেষণায় দেখা গিয়েছে, চিনে যে রসুন উৎপাদিত হয়, তার মধ্যে বিষাক্ত রাসায়নিক পাওয়া যায়।

#কলকাতা: বাজারে ছেয়ে যাচ্ছে বিষাক্ত চিনা রসুন! সোমবার পোস্তায় ৪৫৯ বস্তা চিনা রসুন বাজেয়াপ্ত করল ইন্টেলিজেন্স ব্যুরো৷ আটক করা হয়েছে ব্যবসায়ী দীনেশকুমার মণ্ডলকে৷ জানা গিয়েছে, বাংলাদেশ, নেপাল হয়ে এ রাজ্যে চোরাই পথে ঢুকছিল নিষিদ্ধ চিনা রসুন৷
চিনা রসুন শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর৷ গবেষণায় দেখা গিয়েছে, চিনে যে রসুন উৎপাদিত হয়, তার মধ্যে বিষাক্ত রাসায়নিক পাওয়া যায়। চিনে উৎপাদিত রসুনে বেশিমাত্রায় মিথাইল ব্রোমাইড ছাড়াও রয়েছে সিসা ও সালফাইড। গবেষকরা বলছেন, এই সমস্ত রাসায়নিক স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। এই পদার্থগুলি ক্যানসারের ঝুঁকিও বাড়িয়ে তোলে। শরীরে শ্বাসতন্ত্র ও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকেও বিকল করে দেয় এই রসুন।
advertisement
বাজারে ঝকঝকে দাগহীন রসুন থেকে সাবধান৷ চিনা রসুনে কোনও রকম দাগ থাকে না৷ সাদা ও সুন্দর দেখতে হয়৷ চিনা রসুন দেশীয় রসুনের মতো আয়তন হলেও, ওজনে অনেক হালকা। রসুন যাতে পচে না যায়, সেজন্য জল বের করে নেওয়া হয়, তাই চিনা রসুন ওজনে হালকা হয়।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
৪৫৯ বস্তা নিষিদ্ধ চিনা রসুন বাজেয়াপ্ত শহরে, ধৃত ১
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement