Banglar Bari: 'টাকা পেয়েও যাঁরা বাড়ি তৈরি করছেন না...', বাংলার বাড়ি নিয়ে বড় নির্দেশ মুখ্য সচিবের
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Banglar Bari: পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠক করে বাংলার বাড়ি নিয়ে বড় নির্দেশ মুখ্য সচিবের। শুধুমাত্র ডেটা তৈরি করলেই হবে না। টাকা পেয়েও যাঁরা বাড়ি তৈরি করছেন না সেই সব উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে উৎসাহ দিতে হবে এই প্রকল্পে। তাঁদের চিহ্নিতও করতে হবে এমনটাই জানালেন মুখ্য সচিব।
কলকাতা: পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠক করে বাংলার বাড়ি নিয়ে বড় নির্দেশ মুখ্য সচিবের। শুধুমাত্র ডেটা তৈরি করলেই হবে না। টাকা পেয়েও যাঁরা বাড়ি তৈরি করছেন না সেই সব উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে উৎসাহ দিতে হবে এই প্রকল্পে। তাঁদের চিহ্নিতও করতে হবে এমনটাই জানালেন মুখ্য সচিব।
নবান্ন সূত্রে খবর মুখ্য সচিবের নির্দেশ, “সিমেন্ট, ইট, বালির সমস্যা হলে সেই সমস্যা দ্রুত মেটাতে হবে। ব্লক স্তরে তার জন্য পঞ্চায়েত দফতরকে আরও উদ্যোগী হতে হবে। বাংলার বাড়ি গ্রামীণের কাজের গতি বাড়াতে হবে।”
advertisement
advertisement
ইতিমধ্যেই বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা রাজ্যব্যাপী খরচ করেছেন ৭২. ১০ শতাংশ উপভোক্তা। দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও একাধিক জেলায় প্রথম কিস্তির টাকাতেই ৩০ শতাংশরও বেশি উপভোক্তাদের নিয়মমাফিক কাজ শেষ হয়নি। তার মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, জেলাতেই প্রায় পঞ্চাশ শতাংশ উপভোক্তা প্রথম কিস্তির টাকা পাওয়ার পরেও ভিত থেকে লিনটন পর্যন্ত কাজ শেষ করেনি বাংলার বাড়ির। পঞ্চায়েত দফতরের রিপোর্টে এমনই তথ্যই উঠে এসেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 26, 2025 12:05 PM IST