Bangladesh PM Sheikh Hasina resigns: উত্তাল বাংলাদেশের আঁচ রাজ্যেও! সীমান্তে কী সাবধানতা নিচ্ছে রাজ্য পুলিশ?

Last Updated:

Bangladesh PM Sheikh Hasina resigns: সীমান্তবর্তী জেলাগুলিতে বিশেষ ভাবে নজরদারির নির্দেশ রাজ্য পুলিশের এডিজি আইন-শৃঙ্খলার মনোজ ভার্মার। সূত্রের খবর, সীমান্তবর্তী জেলার এসপিদের ও পুলিশের উচ্চপর্যায়ের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের এডিজি আইন-শৃঙ্খলা।  

‘বাংলাদেশ নিয়ে কেউ কোনও মন্তব্য করবেন না’
‘বাংলাদেশ নিয়ে কেউ কোনও মন্তব্য করবেন না’
কলকাতা: বাংলাদেশের ঘটনার জেরে এবার তৎপরতা রাজ্য পুলিশের। জেলায় জেলায় নজরদারির নির্দেশ। সীমান্তবর্তী জেলাগুলিতে বিশেষ ভাবে নজরদারির নির্দেশ রাজ্য পুলিশের এডিজি আইন-শৃঙ্খলার মনোজ ভার্মার। সূত্রের খবর, সীমান্তবর্তী জেলার এসপিদের ও পুলিশের উচ্চপর্যায়ের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের এডিজি আইন-শৃঙ্খলা।
সেনাবাহিনীর চাপে শেষ পর্যন্ত ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ এ দিন দুপুরেই ঢাকা থেকে উড়ে যায় শেখ হাসিনার হেলিকপ্টার৷ কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামান ঘোষণা করেন, প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা৷ হাসিনার পদত্যাগের দাবিতেই ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ৷
সোমবার রাজনৈতিক দল, দেশের বিশিষ্টজন, আন্দোলনরত ছাত্রদের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামান৷ তার পর থেকেই হাসিনার পদত্যাগের জল্পনা ছড়ায়৷ বাংলাদেশ সেনাবাহিনীর সদর দফতরে এই বৈঠকের কিছুক্ষণ পরই সেনাপ্রধান শেখ হাসিনার পদত্যাগের কথা ঘোষণা করেন৷ তিনি আরও জানান, আন্দোলনরত ছাত্রদের দাবি মেনেই অন্তর্বর্তী সরকার গঠনের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে তাঁরা দাবি জানাবেন৷
advertisement
advertisement
হাসিনা দেশ ছাড়ার পরই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের দখল নেয় বিক্ষোভকারীরা৷ রীতিমতো লুঠপাট শুরু হয় সেখানে৷ ঢাকায় বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি ভাঙার চেষ্টাও করতে দেখা যায় বিক্ষোভকারীদের৷ অন্যদিকে ঢাকার একটি সেনা ছাউনি থেকে সেনা নিরাপত্তায় হাসিনাকে নিয়ে উড়ে যায় একটি হেলিকপ্টার৷ কিছুক্ষণের মধ্যেই ভারতের আগরতলায় নামে সেই হেলিকপ্টার৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bangladesh PM Sheikh Hasina resigns: উত্তাল বাংলাদেশের আঁচ রাজ্যেও! সীমান্তে কী সাবধানতা নিচ্ছে রাজ্য পুলিশ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement