Mamata on Bangladesh: বাংলাদেশে তছনছ রবীন্দ্রনাথের কাছারিবাড়ি! মোদিকে চিঠি রুষ্ট মমতার, কী লিখলেন মুখ্যমন্ত্রী?
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Mamata on Bangladesh: বাংলাদেশের সিরাজগঞ্জে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পৈত্রিক বাড়ি ভেঙে ফেলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ফের লজ্জাজনক ঘটনা ঘটল বাংলাদেশে৷ বাঙালির ইতিহাস-ঐতিহ্যও কি ভুলতে বসেছে মুহম্মদ ইউনূসের বাংলাদেশ? এবার রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত ঠাকুর পরিবারের কাছারিবাড়িতেও হামলা চালাল দুষ্কৃতীরা। গত মঙ্গলবার বাংলাদেশের সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র স্মৃতি বিজড়িত কাছারিবাড়িতে দুষ্কৃতীরা অবাধে ভাঙচুর চালায়।
বাংলাদেশের সিরাজগঞ্জে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পৈত্রিক বাড়ি ভেঙে ফেলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই ঘটনাকে ‘জাতীয় গর্ব ও উপমহাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর বর্বরোচিত আঘাত’ বলে অভিহিত করেন মুখ্যমন্ত্রী ৷ এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী চিঠিতে লেখেন, সিরাজগঞ্জে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পৈত্রিক বাড়ি ভেঙে ফেলার ঘটনায় গভীর বেদনা ও ক্ষোভ প্রকাশ করছি৷ এই বাড়িটি নিছকই শুধু স্থাপত্য নয়, এটি আমাদের উপমহাদেশের এক অমর স্মারক৷ কবিগুরুর এই কালজয়ী সৃষ্টি এই বাড়ির প্রাঙ্গণেই রচিত হয়েছে৷ এই বাড়ি ধ্বংস করা শুধু কাঠামো ধ্বংস নয় বরং যুগান্তকারী শিল্প-সাহিত্যিক উত্তরাধিকার নিঃসংশয়ে আঘাত৷
advertisement

মুখ্যমন্ত্রী আরও জানান, এই ঘটনা শুধু বাংলার মানুষকে নয়, সমগ্র ভারতীয় উপমহাদেশের সমস্ত রবীন্দ্রভক্তদের আহত করেছে৷ রবীন্দ্রনাথ শুধুমাত্র একজন কবি নন, তিনি বাঙালি জাতির আত্মার প্রতিচ্ছবি৷ এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই৷
জানা গিয়েছে, চিঠিতে মুখ্যমন্ত্রী সরাসরি কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চেয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কূটনৈতিকস্তরে দৃঢ় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছেন । আপাতত কাছারিবাড়িটিতে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থীদের প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। কাছাড়িবাড়িতে হামলার জেরে বেশ কিছু মূল্যবান জিনিসপত্রের ক্ষতি হয়েছে। এদিকে এই ঘটনায় ইউনূসের দেশের পুলিশ স্বভাবতই নিষ্ক্রিয়। ঘটনার ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে খবরের চ্যানলে দেখা গেলেও পুলিশ কাউকে ধরতে পারেনি এখনও।
advertisement
ঘটনার সূত্রপাত গত ৮ জুন। বিশ্বকবির সিরাজগঞ্জের বাড়ি ঐতিহাসিকভাবে কাছারি বাড়ি নামেই অধিক পরিচিত। এখানেই রবীন্দ্র মেমোরিয়াল মিউজিয়াম গড়ে উঠেছে। সেই মিউজিয়ামে ওই দিন গিয়েছিলেন এক ব্যক্তি। সেই দর্শনার্থীর অভিযোগ, তাঁকে অফিস ঘরে আটকে রাখা হয়। শারীরিকভাবে হেনস্থাও করা হয়েছিল।
advertisement
এরপরেই স্থানীয় লোকজন এসে কাছারিবাড়ির সামনে মানববন্ধন করে বিক্ষোভ দেখায়৷ তারমধ্যেই একদল ঐতিহ্যমণ্ডিত ঠাকুরপরিবারের সেই কাছারিবাড়িতে ঢুকে ভাঙচুর চালায়৷ ক্ষতিগ্রস্ত হয় সেখানকার অডিটোরিয়াম৷ আক্রান্ত হন সংস্থার উচ্চ পদস্থ আধিকারিকেরাওগোটা ঘটনায় কেন্দ্রের হস্তক্ষেপ চাইল তৃণমূল কংগ্রেস। কেন্দ্র যেন দ্বিপাক্ষিক কথা বলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয় সেটা জানিয়েছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের অভিযোগ আইকন রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির ওপর এই অত্যাচার বা হামলা মেনে নেওয়া হবে না।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 12, 2025 10:57 PM IST








