হোম /খবর /কলকাতা /
দোতলার ওই ঘরে কী ঘটেছে? রাজারহাটে কৌতূহলের মুখে উদ্ধার হল পোড়া লাশ!

Bangla News | Rajarhat Death: দোতলার ওই ঘরে কী ঘটেছে? রাজারহাটে কৌতূহলের মুখে উদ্ধার হল পোড়া লাশ!

দোতলার ওই ঘরে কী ঘটেছে? রাজারহাটে কৌতূহলের মুখে উদ্ধার হল পোড়া লাশ!

দোতলার ওই ঘরে কী ঘটেছে? রাজারহাটে কৌতূহলের মুখে উদ্ধার হল পোড়া লাশ!

রাজারহাট শিখরপুরের রায় পাড়ায় বাড়ির দোতলা থেকে অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল (Bangla News | Rajarhat Death)।

  • Last Updated :
  • Share this:

#রাজারহাট: রাজারহাট শিখরপুরের রায় পাড়ায় বাড়ির দোতলা থেকে অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল (Bangla News | Rajarhat Death)। সোমবার সকালে রাজারহাট শিখরপুরের রায়পাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় (Bangla News | Rajarhat Death)। এলাকার একটি বাড়ি থেকে অনিমা রায় (৫৭) নামে এক মহিলার অগ্নিদগ্ধ অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়। বাড়ির দোতলা থেকে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় (Bangla News | Rajarhat Death)।

স্থানীয় সূত্রে খবর, সোমবার ভোরবেলা বাড়ির এক সদস্য নিচের তলা থেকে দেখতে পান, উপরের ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরিবারের অন্য সদস্যদের ডাকাডাকি করে উপরের ঘরে যান তাঁরা। তাঁদের দাবি, ততক্ষণে দেহের অর্ধেকের বেশি অংশ পুড়ে গিয়েছিল। এর পরে রাজারহাট থানায় খবর দেওয়া হয়। রাজারহাট থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে।

পুলিশের প্রাথমিক অনুমান, অনিমা রায় আত্মহত্যা করেছেন। গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মঘাতী হন তিনি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, দীর্ঘদিন ধরে তাঁর স্বামী অসুস্থ। সেই অসুস্থতার কারণেই মানসিক অবসাদে ভুগছিলেন স্ত্রী। পরিবারের লোকেরাও এমনই জানিয়েছেন পুলিশকে। ইতিমধ্যেই পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। তবে এটি আত্মহত্যা নাকি, এর পিছনে কোনও অভিসন্ধি রয়েছে, তাও খতিয়ে দেখছে পুলিশ।

কয়েকদিন আগেই এক মহিলার পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় হাবরা জয়গাছি এলাকায়। হাবরার জয়গাছি সুপার মার্কেট নবনির্মিত বিল্ডিংয়ের কাছে ডোবা থেকে মাঝবয়সী মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়। পাশেই সবজি বাজারের দোকানদারেরা প্রথমে দেখতে পান। জানাজানি হতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে হাবরা থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে।

অনুপ চক্রবর্তী

আরও পড়ুন: গ্যাস সিলিন্ডার নিয়ে খুব সাবধান, প্রমাণ দিয়ে গেল চুঁচুড়ার ঘটনা!

Published by:Raima Chakraborty
First published:

Tags: Dead Body Found, Death, Rajarhat New Town