Kalyani Expressway: কল্যাণী এক্সপ্রেসওয়ে নিয়ে বড় পদক্ষেপ রাজ্যের! বর্ষার আগেই বদলে যাবে খোলনলচে
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Kalyani Expressway: কল্যাণী এক্সপ্রেসওয়ে নিয়ে শুরু হল বৈঠক। পূর্ত দফতর ও পুর-নগরায়ণ দফতর এই মিটিং করছে। দ্রুত গোটা এক্সপ্রেসওয়ে চালু হতে চলেছে। এক্সপ্রেসওয়ে সংস্কারে আগামীদিনে কী কী ব্যবস্থা থাকবে তা নিয়ে আলোচনা।
কলকাতাঃ কল্যাণী এক্সপ্রেসওয়ে নিয়ে শুরু হল বৈঠক। পূর্ত দফতর ও পুর-নগরায়ণ দফতর এই মিটিং করছে। দ্রুত গোটা এক্সপ্রেসওয়ে চালু হতে চলেছে। এক্সপ্রেসওয়ে সংস্কারে আগামীদিনে কী কী ব্যবস্থা থাকবে তা নিয়ে আলোচনা। হাজির পুলক রায়, ফিরহাদ হাকিম, রথীন ঘোষ, সুজিত বোস সহ একাধিক জনপ্রতিনিধি
আরও পড়ুনঃ বিয়েতে কোটি টাকা খরচ, প্রথমসারির প্রেগন্যান্ট নায়িকাকে মারতেন শাশুড়ি, বন্ধুদের সঙ্গে জোর করে সহবাসে পাঠাতেন স্বামী!
কল্যাণী এক্সপ্রেস বৈঠকে অন্যতম বিষয় ছিল জল নিস্কাশনের ব্যবস্থা। মিটিং-এর পর পুরমন্ত্রী ববি হাকিম জানান, ‘পাম্পিং স্টেশন তৈরি, ক্যানাল কাটা, ড্রেনের মেরামত-সহ একাধিক বিষয় নিয়ে আজ আলোচনা হয়েছে।’
advertisement
আরও পড়ুনঃ শিরা থেকে নিংড়ে বের করবে ‘জেদি’ কোলেস্টেরলকে! শুধু এক সপ্তাহ মেনে চলুন এই ৫ ‘নিয়ম’, ফল হাতেনাতে!
তিনি আরও বলেন, ‘ মিটিংয়ের মধ্যে দিয়ে একাধিক অঞ্চলকে চিহ্ণিত করা হয়েছে এবং বর্ষার আগেই এই সমস্ত কাজ সম্পন্ন করার রেজুলিউসাম গ্রহণ করা হয়েছে’। বর্তমানে, কল্যাণী এক্সপ্রেসওয়ে নদীয়া, উত্তর ২৪ পরগনার সঙ্গে কলকাতার যোগাযোগের অন্যতম মাধ্যম।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 13, 2025 7:20 PM IST