Bangla News: ভরসন্ধ্যায় 'ধুপ' করে বিকট শব্দ বরানগরে, রক্তে ভাসছে রাস্তা! মৃত্যু! ভয়ঙ্কর কাণ্ড
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Bangla News: বরানগরে ছেলের অত্যাচারের অভিযোগ। ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী বাবা। চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাস্থলে বরানগর থানার পুলিশ।
বরানগর: বরানগরে ছেলের অত্যাচারের অভিযোগ। ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী বাবা। চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাস্থলে বরানগর থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বরানগরে ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে ওই ব্যবসায়ীর। অভিযোগের তীর ছেলের দিকে। বুধবার ভরসন্ধ্যায় বরানগর ৩৭ শরৎচন্দ্র ধর এলাকায় বিকট শব্দ শোনা যায়। ঘর থেকে বাইরে বেরিয়ে বাসিন্দারা দেখেন রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে স্থানীয় ব্যবসায়ী শিবলাল যাদব (৮০)।
আরও পড়ুন: আকাশে বিদ্যুতের ঝলকানি-বাজের দাপট! টানা ৩ দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস কোথায়? কালবৈশাখীর সতর্কতা জারি, আবহাওয়ার বড় আপডেট
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাবার উপর অত্যাচার করত ছেলে রামেশ্বর যাদব। গত পরশু রাতে ছেলে চড়াও হয়েছিল বাবার উপর এমনটাও অভিযোগ করেছিলেন প্রতিবেশীদের কাছে।
advertisement
advertisement
আরও পড়ুন: ওয়েটিং লিস্টে থাকা কত নম্বর পর্যন্ত টিকিট ‘কনফার্ম’ হয় জানেন? রয়েছে ‘নিয়ম’, জানলে অবাক হয়ে যাবেন!
বুধবার সন্ধ্যা ৭টায় ছাদ থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হয় ব্যবসায়ীর। বাবার মৃত্যুর পিছনে ছেলেকে দায়ী করেছেন প্রতিবেশীরা। স্থানীয়দের তৎপরতায় বরানগর স্টেট জেনারেল হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে বরানগর থানার পুলিশ।
advertisement
সুবীর দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 19, 2025 9:03 PM IST