Bangla News: প্রকল্পের অর্থ জোগাড়ে কেন্দ্রের কাছে আবেদন করবেন মনোজ, জমির জন্য রাজ্যের কাছে আবেদন

Last Updated:

Bangla News: বীরপাড়ার দলগাঁও রেল স্টেশনের কাছে রেলের ওভার ব্রিজ নিয়ে ২০০৬ সাল থেকে তিনি আন্দোলন করছেন বলে দাবি করেছেন বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা৷

পুলক রায়ের কাছে আবেদন মনোজের
পুলক রায়ের কাছে আবেদন মনোজের
কলকাতা: রাজ্য সরকারের আর্থিক অসুবিধা থাকলে কেন্দ্রের থেকে ১০০% টাকা আমি নিয়ে আসব। আমি কথা দিচ্ছি, কেন্দ্রের থেকে টাকা আনব। বিধানসভায় দাঁড়িয়ে বললেন, বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা।  প্রশ্নোত্তর পর্বে,  বীরপাড়া দলগাঁও রেল স্টেশনের কাছে রেল ওভারব্রিজের দাবি তিনি জানান। রাজ্যের পূর্ত মন্ত্রী পুলক রায় জানান, এখন কেন্দ্রের নিয়ম উভয়কে ৫০% করে টাকা দিতে হবে। কেন্দ্রকে বলুন প্রাপ্য টাকা দিতে। মনোজ টিগ্গা বলেন, আপনি জমির ব্যবস্থা করে দিন, কেন্দ্র থেকে সম্পূর্ণ অর্থ আনার দায়িত্ব আমার।
বীরপাড়ার দলগাঁও রেল স্টেশনের কাছে রেলের ওভার ব্রিজ নিয়ে ২০০৬ সাল থেকে তিনি আন্দোলন করছেন বলে দাবি করেছেন বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা৷ রেল গেটের যন্ত্রণার কারণে একাধিক মানুষের মৃত্যু অবধি হয়েছে বলে জানান তিনি।
advertisement
advertisement
প্রসঙ্গত স্থানীয়দের দাবি, এলাকায় লাইনের দুই পাশে কোথাও বেসরকারি হাসপাতাল, স্কুল রয়েছে। অহরহ সকলকে যাতায়াত করতে হয় এই পথে। আর সেখানেই রেল গেট তীব্র যন্ত্রণা তৈরি করছে। আর সেই প্রসঙ্গেই বিধানসভায় এই প্রশ্ন তোলের মনোজ টিগগা। রাজ্যের শাসক দলের বিস্তর অভিযোগ, কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে৷ তাদের তরফে বারবার দাবি করা হচ্ছে কেন্দ্র একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে৷ এই অবস্থায় বিজেপির বিধায়কের প্রকল্পের টাকা আনতে কেন্দ্রের দ্বারস্থ হওয়ার দাবি নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পরে গিয়েছে।
advertisement
যদিও রাজনৈতিক মহলের একাংশের দাবি, এটা কি বিধায়কের নিজের এলাকার কাজ বলে এই মনোভাব৷ যদিও মনোজ টিগ্গা জানিয়েছেন, আমাদের দিল্লি যাওয়া নিয়ে আপত্তি নেই৷ কিন্তু আমাদের বেশ কয়েকটা শর্ত আছে যার মধ্যে প্রশাসনিক বৈঠকে ডাকা, আমাদের দাবি নিয়ে আলোচনা করার মতো বেশ কিছু বিষয় আছে। যদিও ওঁরা তা মানেন না৷ তবে মনোজবাবু জানিয়েছেন, আগামী দিনে রাজ্য প্রকল্পের টাকা দিতে না পারলে বাকি দলীয় বিধায়কদের নিয়েও তারা কেন্দ্রের দ্বারস্থ হবেন। অন্যদিকে অন্তত একটা ইস্যুতে দিল্লি যাওয়ার কথা বলছেন। রাজ্যের বাকি দাবি নিয়েও ওদের শুভ বুদ্ধি উদয় হোক বলছেন পূর্তমন্ত্রী পুলক রায়৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bangla News: প্রকল্পের অর্থ জোগাড়ে কেন্দ্রের কাছে আবেদন করবেন মনোজ, জমির জন্য রাজ্যের কাছে আবেদন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement