Bangla News | Maheshtala Police: 'অত্যাচারী পুলিশ অফিসারের পদত্যাগ চাই', ফের মারধরে অভিযুক্ত খোদ পুলিশ!

Last Updated:

যে থানায় কর্মরত পুলিশ অফিসার, সেই থানাতেই অভিযুক্ত সাব-ইন্সপেক্টরের বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের হল (Bangla News | Maheshtala Police)।

'অত্যাচারী পুলিশ অফিসারের পদত্যাগ চাই', ফের মারধরে অভিযুক্ত খোদ পুলিশ!
'অত্যাচারী পুলিশ অফিসারের পদত্যাগ চাই', ফের মারধরে অভিযুক্ত খোদ পুলিশ!
#কলকাতা: কলকাতার এক্সাইড মোড়ের পরে এবার ঘটনাস্থল মহেশতলা। কলকাতা পুলিশের পর এবার একই অমানবিকতার অভিযোগ রাজ্য পুলিশের এক অফিসারের বিরুদ্ধে। যে থানায় কর্মরত পুলিশ অফিসার, সেই থানাতেই অভিযুক্ত সাব-ইন্সপেক্টরের বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের হল (Bangla News | Maheshtala Police)। মহেশতলার বাসিন্দা সুমন্ত বেরাকে কালীপুজোর দিন রাতে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে মহেশতলা থানার সাব-ইন্সপেক্টর আবুল মারজানের বিরুদ্ধে (Bangla News | Maheshtala Police)। সেই ঘটনায় অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ার কারণে মহেশতলা থানায় বুধবার দিনভর বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় বাসিন্দারা (Bangla News | Maheshtala Police)। মহেশতলা থানার পর ডায়মন্ড হারবারের পুলিশ সুপারের কাছে অভিযুক্ত সাব-ইন্সপেক্টর আবুল মারজানের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা পড়ে বৃহস্পতিবার।
পরিবারের তরফে শ্রীকান্ত বেরা মহেশতলা থানার পাশাপাশি ডায়মন্ডহারবারের পুলিশ সুপারের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন অভিযুক্ত সাব-ইন্সপেক্টরের বিরুদ্ধে। বুধবার সকাল থেকে মহেশতলা থানার সামনে স্থানীয় তৃণমূল বিধায়ক দুলাল দাসের নেতৃত্বে অভিযুক্ত পুলিশ অফিসারের অপসারণের দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল হন স্থানীয় মানুষ জন। পুলিশের বিরুদ্ধে অমানবিক অত্যাচারের প্রতিবাদে সরব হন বিক্ষোভকারীরা। থানার দেওয়ালেই অভিযুক্ত পুলিশ অফিসারের অপসারণের দাবি-সহ একাধিক বিষয়ে পোস্টারও সাঁটিয়ে দেওয়া হয়। যদিও পুলিশের তরফে পাল্টা সুমন্তর বিরুদ্ধেই পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার একাধিক অভিযোগ আনা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: এত অমানবিক! কলকাতার সিভিক ভলান্টিয়ারের কুকর্ম গোটা দেশে নিন্দিত, দেখুন...
জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, কালীপুজোর দিন রাতে নুঙ্গি স্টেশন বাজারে একটি অশান্তির খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছায়। তারপর সেখানে পুলিশের ওপর চড়াও হয় কিছু মানুষ। শারীরিকভাবে নিগ্রহ করা হয় পুলিশকে। যদিও মহেশতলা থানার সাব-ইন্সপেক্টরের বেধড়ক মারেই সুমন্ত বেরা আক্রান্ত হওয়ার অভিযোগ প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, 'অভিযোগ পেয়েছি। সব দিক খতিয়ে দেখা হচ্ছে'। যদিও হাসপাতালে চিকিৎসাধীন সুমন্ত বেরার পরিবারের তরফে পুলিশকে মারধর করার কথা অস্বীকার করা হয়েছে। আক্রান্তের দাদা সুকান্ত বেরার কথায়, 'পুলিশ নিজের দোষ ঢাকতেই মিথ্যা মামলা সাজাচ্ছে। প্রয়োজনে আমার ভাইয়ের ওপর পুলিশ যেভাবে অকথ্য অত্যাচার চালিয়েছে সে ব্যাপারে আদালতের দ্বারস্থ হব।'
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bangla News | Maheshtala Police: 'অত্যাচারী পুলিশ অফিসারের পদত্যাগ চাই', ফের মারধরে অভিযুক্ত খোদ পুলিশ!
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement