Bangla Bandh: '২৮ অগাস্ট কোনও বাংলা বনধ হবে না...' হুঁশিয়ারি কুণালের! 'বেড়াতে যাবেন নাকি নবান্নে?' কটাক্ষে বিঁধলেন বিজেপিকে

Last Updated:

Bangla Bandh: মঙ্গলবারের নবান্ন অভিযান নিয়ে কুণালের তীব্র তোপ,' পুলিশ প্রথমে কিছু বলেনি। আপনাদের ইচ্ছা মতো বেড়াতে যাবেন নাকি নবান্নে? বিজেপি গুণ্ডা আর সিপিএমের ডিএ মঞ্চের ক্যাডাররা করল এই অভিযান।

চরম হুঁশিয়ারি কুণালের
চরম হুঁশিয়ারি কুণালের
কলকাতা: এটা ‘নবান্ন অভিযান’ নয়, ‘সমাজবিরোধীদের অভিযান’। বিজেপির বাংলা বনধের ঘোষণার পরেই প্রতিক্রিয়ায় ফেটে পড়লেন কুণাল ঘোষ। বিজেপিকে চরম নিশানা করে তৃণমূল সাংসদের মন্তব্য, ‘কি ভেবেছিল? নবান্ন অভিযান ডাকবে আর পুলিশ থাকবে না?’ আন্দোলনকারীরা প্রথম কাজ করেছে ব্যরিকেড ভাঙা। এরপরে পুলিশকে পাথর, ইট মারা হল। একাধিক পুলিশ কর্মী আহত হয়েছেন।’
মঙ্গলবারের নবান্ন অভিযান নিয়ে কুণালের তীব্র তোপ,’ পুলিশ প্রথমে কিছু বলেনি। আপনাদের ইচ্ছা মতো বেড়াতে যাবেন নাকি নবান্নে? বিজেপি গুণ্ডা আর সিপিএমের ডিএ মঞ্চের ক্যাডাররা করল এই অভিযান। এর পর আবার বাংলা বনধ ডাকল। এখন আর জাস্টিস চাইছে না। এখন চেয়ার চাইছে। এটা একটা বড় প্লট, ষড়যন্ত্র। পুলিশ রক্তাক্ত হয়েও সংযম দেখিয়েছে। গায়ে আজ রক্ত মেখেছে পুলিশ। ৯৩ সালের ২১ জুলাই হত না যদি পুলিশ এমন সংযত থাকত।
advertisement
advertisement
তৃণমূলের তরফে কুণাল ঘোষের সাফ কথা, “আগামিকাল, বুধবার, ২৮ অগাস্ট কোনও বাংলা বনধ হবে না। বাংলা বনধ সাধারণ মানুষ ব্যর্থ করবে। শকুনেরা অরাজকতা করছে। এদের ফাঁদে পা দেবেন না। রাজনৈতিক অরাজকতা করছে ওরা। সুকান্ত মজুমদারের ডাকা বনধ ব্যর্থ করুন। এখন ওদের অবস্থা জাস্টিস নয়, চেয়ার চাই। প্ররোচনায় পা দেবেন না। শিয়ালদহতে পোস্টার ছিঁড়েছে। সোমবার ছাত্র সমাবেশের পোস্টার ছিঁড়েছে। আমাদের ছাত্র-ছাত্রীদের মেরেছে।”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bangla Bandh: '২৮ অগাস্ট কোনও বাংলা বনধ হবে না...' হুঁশিয়ারি কুণালের! 'বেড়াতে যাবেন নাকি নবান্নে?' কটাক্ষে বিঁধলেন বিজেপিকে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement