Nagerbazar Tantric Case Follow up|| নাগেরবাজার তান্ত্রিক-কাণ্ডে বিজেপি নেতার আত্মীয়ের নাম! বন দফতরের নজরে বনগাঁর ব্যবসায়ী

Last Updated:

Nagerbazar Tantric Case Follow up: সঞ্জয় মণ্ডল নামে একজনের খোঁজ করছে বন দফতর ও পুলিশ। তিনি এক বিজেপি নেতার আত্মীয়। এই সঞ্জয় মণ্ডল, জ্যোতিষ সৌরভ চৌধুরীর স্ত্রীর ব্যবসার অংশীদার।

নাগেরবাজারে তন্ত্র সাধনা
নাগেরবাজারে তন্ত্র সাধনা
বনগাঁ: বন্যপ্রাণীর দেহাংশ উদ্ধারের ঘটনায় এ বার খোঁজ বনগাঁর এক ব্যবসায়ীর। সঞ্জয় মণ্ডল নামে একজনের খোঁজ করছে বন দফতর ও পুলিশ। তিনি এক বিজেপি নেতার আত্মীয়। এই সঞ্জয় মণ্ডল, জ্যোতিষ সৌরভ চৌধুরীর স্ত্রীর ব্যবসার অংশীদার। নাগেরবাজারের ঘটনায় বিশেষ চার সদস্যের দল গঠন করল বন দফতর। উত্তরবঙ্গের অ্যাডিশনাল পিসিসিএফের দায়িত্বে এই দল গঠন করা হয়েছে। উদ্ধার হওয়া বন্যপ্রাণীদের দেহাংশ কোথা থেকে এল, তা জানতেই এই দল।
বাগুইআটি ও নাগেরবাজারের মাঝামাঝি একটি ফ্ল্যাটে হানা দিতেই চক্ষু চড়কগাছ হয় বন দফতরের। মানুষের মাথার খুলি শহরে মেলায় জোর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গত রাতে। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে বন দফতর। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে মানুষের মাথার ৫টি খুলি, হরিণের শিং, চামড়া, বাঘের দাঁত। তন্ত্র সাধানার আড়ালে ওইসব সামগ্রী পাচারের ছক কষা হয়েছিল বলে মনে করছে বন দফতর ও পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ মানুষের মাথার এত খুলি! কলকাতায় তান্ত্রিকের বাড়িতে কোন রহস্য? আঁতকে উঠেছে এলাকা
জানা গিয়েছে, ফ্ল্যাটটি একজন তান্ত্রিকের। দমদম প্রাইভেট রোডের আমবাগান এলাকায় ওই তান্ত্রিকের ফ্ল্যাটে হানা দেয় পুলিশ। তান্ত্রিকের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমান বন্য জীবজন্তুর ছাল, অস্থি। বেআইনিভাবে সেগুলি রাখা হয়েছিল বলে অভিযোগ। নাগেরবাজার থানার পুলিশকে সঙ্গে নিয়েই বুধবার রাতে তল্লাশি শুরু করে বন দফতর। তখনই উদ্ধার হয় সাদা ও কালো হরিণের ছাল, বাঘের নখ ও দাঁত, মানুষের মাথার খুলি এবং একাধিক পাখির দেহাংশ। যে ঘরটি থেকে ওইসব সামগ্রী মিলেছে সেটিকে দেখে পুলিশের অনুমান, সেখানে তন্ত্রসাধনা হত। আর তার আড়ালে পাচার করার পরিকল্পনা ছিল। যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে একজন জ্যোতিষী।
advertisement
advertisement
বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, ‘‌আমাকে একজন ফোন করে বলেন, বন্যপ্রাণী সম্পর্কে কিছু জিনিস একটি ফ্ল্যাটে রয়েছে। যা রাখা নিষিদ্ধ। ওই খবরের ভিত্তিতে বন দফতর হানা দেয়।’‌ কোনও বাঘ মারা যাওয়ার খবর নেই, তাহলে বাঘের দাঁত এল কোথা থেকে? এ ছাড়া যে হরিণের চামড়া পাওয়া গিয়েছে, তা এখানকার নয়৷  তাই এই বিশেষ দল গঠন করল রাজ্য বন দফতর।
advertisement
ABIR GHOSHAL
বাংলা খবর/ খবর/কলকাতা/
Nagerbazar Tantric Case Follow up|| নাগেরবাজার তান্ত্রিক-কাণ্ডে বিজেপি নেতার আত্মীয়ের নাম! বন দফতরের নজরে বনগাঁর ব্যবসায়ী
Next Article
advertisement
West Bengal Weather Update: পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
  • পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা !

  • জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

VIEW MORE
advertisement
advertisement