আবাহনীকে উড়িয়ে দিয়ে এবার বলবন্তদের নজরে ‘মিশন ইস্টবেঙ্গল’

Last Updated:

একে সনিতে রক্ষে নেই। তার ওপর বলবন্ত-জেজে। ডার্বির আগেই বাগানে ঝড় তুলে দিয়েছেন বলবন্তরা।

#কলকাতা: একে সনিতে রক্ষে নেই। তার ওপর বলবন্ত-জেজে। ডার্বির আগেই বাগানে ঝড় তুলে দিয়েছেন বলবন্তরা। চোট কাটিয়ে বল্লুর কামব্যাক এভাবেও ফিরে আসা যায়ের আদর্শ বিজ্ঞাপন। আবাহনীর বারোটা বাজিয়ে এবার বলবন্তের নজরে মিশন ইস্টবেঙ্গল। ওপার বাংলার বিরুদ্ধে গোল পেয়েছেন জেজেও। একটু অফফর্মে ছিলেন। আবাহনী ম্যাচের পর চনমন করছেন। জেজেরা কাঞ্চনজঙ্ঘায় সত্যিই আগুন জ্বালাতে চাইছেন।
মিশন শিলিগুড়ি। ৭ তারিখ সকালে কলকাতায় প্র্যাকটিস করে দুপুরের ফ্লাইটে শিলিগুড়ি পৌঁছবে মোহন-ইস্ট। শনিবার সকালে বড় ম্যাচের প্রিভিউ। মেগা ম্যাচ। তাই এএফসির রাত থেকেই সঞ্জয়ের মন শিলিগুড়িতে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আবাহনীকে উড়িয়ে দিয়ে এবার বলবন্তদের নজরে ‘মিশন ইস্টবেঙ্গল’
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement