Baishakhi Banerjee: পুরনো শোভনকে দেখতে পেলাম! বৈশাখীর কেন এমন মন্তব্য? তুমুল শোরগোল
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Baishakhi Banerjee: বৈশাখীর সংযোজন, ''আজ আবার আমি পুরনো শোভনকে দেখতে পেলাম। মাঝে অভিমানের একটা পর্ব ছিল। সেটা মিটে গেছে।''
#কলকাতা: ফের তৃণমূলে ফিরছেন শোভন-বৈশাখী জুটি? বুধবারের পর শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে ফেরা স্রেফ সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল। বুধবার নবান্নে প্রায় এক ঘণ্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকের পর শোভন বলেন, ‘‘মমতাদির লক্ষ্য বাস্তবায়িত করাই আমার কাজ।’’ ঠিক একটু পরেই বৈশাখী বলেন, ‘‘দিদি-ভাইয়ের মধ্যে থাকা অভিমানের প্রাচীর ভেঙে গিয়েছে।’’
এখানেই শেষ নয়, বৈশাখীর সংযোজন, ''মুখ্যমন্ত্রীর সঙ্গে আজকের যে মিটিং, তা যেমন রাজনৈতিক তেমনই ব্যক্তিগতও। রাজনীতির মানুষের কাছে গিয়েছি, রাজনৈতিক আলোচনা তো হবেই এ নিয়ে। মমতা দি'র সঙ্গে শোভনের যে আলোচনা হচ্ছিল, আমি তা এনজয় করছিলাম। আমি চাই, শোভন নিজের রাজনৈতিক জীবন তাড়াতাড়ি শুরু করুক।''
advertisement
advertisement
বৈশাখীর সংযোজন, ''আজ আবার আমি পুরনো শোভনকে দেখতে পেলাম। মাঝে অভিমানের একটা পর্ব ছিল। সেটা মিটে গেছে।'' ঠিক তার আগেই শোভন বলেন, ''নবান্নে হয়ত অনেকদিন পর এলাম। কিন্তু মমতা দি'র সঙ্গে আমার এর মধ্যেই দেখা হয়েছে। আজ মমতা দি'র সঙ্গে যে কথা হল, তাতে নানা বিষয় উঠে এসেছে। মমতা দি'র সঙ্গে কথা হবে, অনুরোধ, পরামর্শ সব থাকবে, সেটাই তো স্বাভাবিক। রাজনৈতিক কথাবার্তাও যে হবে, সেটাই স্বাভাবিক।
advertisement
আচমকা এই সাক্ষাৎ বঙ্গ রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে। তাঁদের দু'জনের তৃণমূলের ফেরার সম্ভাবনার দিকেই এই সাক্ষাৎ ইঙ্গিত বহন করছিল। বৈঠকের পর তা কার্যত স্পষ্ট হয়ে গেল। প্রসঙ্গত, ২০১৯ সালের অগাস্ট মাসে বিজেপিতে দিয়েছিলেন শোভন-বৈশাখী। এরপর ২০২১ সালে ১৪ মার্চ বিজেপি ছাড়েন তাঁরা। তারপর থেকে কোনও রাজনৈতিক দলের সঙ্গেই যুক্ত ছিলেন না শোভন বৈশাখী। যদিও একবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন শোভন। তারপর এবার নবান্নে সম্পর্কের শীতলতা কাটল বলেই মনে করছেন অনেকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 22, 2022 5:15 PM IST