Sovan-Baishakhi: 'তারায় তারায় লেখা তোমার আমার নাম', জন্মদিনে শোভনকে শুভেচ্ছায় ভরালেন বৈশাখী

Last Updated:

সকাল হতে না হতেই শোভনের জন্য ফেসবুকে তাই বৈশাখী লিখলেন বিশেষ শুভেচ্ছা বার্তা।

#কলকাতা: কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) আজ বুধবার পা রাখলেন ৫৭ বছরে। আর প্রিয় বন্ধুর জন্মদিনে বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishakhi Banerjee) শুভেচ্ছা জানাবেন না তা কি হয়! সকাল হতে না হতেই শোভনের জন্য ফেসবুকে তাই বৈশাখী লিখলেন বিশেষ শুভেচ্ছা বার্তা। নিজেদের বন্ধুত্ব কতটা মজবুত তা-ও যেন ফুটিয়ে তুলতে চাইলেন বৈশাখী।
বৈশাখী এদিন শোভনকে উইশ করতে গিয়ে ফেসবুকে লিখলেন, "তারায় তারায় লেখা আছে তোমার আমার নাম। শুভ জন্মদিন শোভন।" বৈশাখী এই পোস্ট করতেই মুহূর্তেই তা ভাইরাল হয়। তবে শুধু তারায় তারায় নয়। ফেসবুকেও তাঁদের নাম একসঙ্গেই লেখা রয়েছে।
advertisement
শোভন ও বৈশাখী একটি ফেসবুক অ্যাকাউন্টই যৌথ ভাবে ব্যবহার করেন। তা নিজেরাই এক মাস আগে প্রকাশ্যে জানান। বৈশাখী জানান, নিজের ফেসবুক অ্যাকাউন্টের নাম বদলে তিনি রেখেছেন, 'বৈশাখী শোভন ব্যানার্জি'। দিনটি ছিল ১৬ জুন। আরও একটি কারণে বিশেষ ছিল সেই দিন। কারণ সেই দিন ছিল জামাই ষষ্ঠী। নেটিজেনদের দাবি ছিল, এই দিনটির কথা মাথায় রেখেই শোভন-বৈশাখী ফেসবুকে একসঙ্গে নতুন যাত্রা শুরু করলেন।
advertisement
শোভন ও বৈশাখীর এহেন বন্ধুত্বের জয়জয়কার শুরু করে দেন কয়েকজন। অনেকেই বলেন, এমন একজন বন্ধু পাশে থাকলে জীবনে আর কিছুই দরকার পড়ে না। অনেক মহিলাই আবার আক্ষেপ করে লেখেন, তাঁদের জীবনে শোভনের মতো কোনও ভালো বন্ধু নেই। তবে নিন্দুকেরও অভাব নেই। অনেকেই নানা রকমের তির্যক মন্তব্যও করেছিলেন। তবে আজ শোভনের জন্মদিনে বান্ধবী বৈশাখী যে বিশেষ প্ল্যান করে রাখবেন তা বলাই বাহুল্য!
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sovan-Baishakhi: 'তারায় তারায় লেখা তোমার আমার নাম', জন্মদিনে শোভনকে শুভেচ্ছায় ভরালেন বৈশাখী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement