মার্কেটের সিঁড়ি ও বাথরুম লিজে দিয়ে চলছিল ব্যবসা, বাগরি মার্কেট নিয়ে চাঞ্চল্যকর তথ্য
Last Updated:
জার্মানি থেকে এ নিয়ে খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী। তিনি বেজায় ক্ষুব্ধ।
#কলকাতা: লিজ দেওয়া হয়েছিল সিঁড়ি, এমনকি বাথরুমও। ফলে জতুগৃহে পরিণত হয়েছিল বাগরি মার্কেট। জার্মানি থেকে এ নিয়ে খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী। তিনি বেজায় ক্ষুব্ধ। তাঁর মতে, এ ভাবে ব্যবসা করা আসলে গুন্ডামি। প্রয়োজনে বাগরি মার্কেটের মালিককে গ্রেফতারের সিদ্ধান হয়েছে আজ মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে।
বাগরি মার্কেট নিয়ে চাঞ্চল্যকর তথ্য। এই মার্কেটের ভিতরের সিঁড়ি এমনকি বাথরুম পর্যন্ত লিজ দেওয়া হয়েছে। সেখানে কোথাও চলছিল দোকান। কোথাও আবার গুদাম। বাথরুমগুলিকে গোডাউন হিসেবে ব্যবহার করা হচ্ছিল। ফলে জতুগৃহ হয়ে ওঠে বাগরি মার্কেট। সোমবার, রাজ্য সরকারের কাছে প্রাথমিক রিপোর্টে জমা দেয় কলকাতা পুলিশ ও দমকল। জার্মানি থেকে এ বিষয়ে খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। এরকম বেনিয়মে তিনি ক্ষুব্ধ। বলেন, ‘এভাবে ব্যবসা তো রীতিমতো গুন্ডামি ৷’
advertisement
আরও পড়ুন
advertisement
বাগরি মার্কেট সংক্রান্ত দমকল ও কলকাতা পুলিশের প্রাথমিক রিপোর্ট হাতে নিয়ে এ দিন নবান্নে বৈঠকে বসে মন্ত্রিগোষ্ঠী। প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে,
বাগরি মার্কেটের অনেক ব্যবসায়ীর ট্রেড লাইসেন্সও নেই।
মার্কেটে আগুন নেভানোর ব্যবস্থা লোক দেখানো
advertisement
আগুন নেভানোর ৯০ শতাংশ যন্ত্রই অকেজো
এখানে জলাধার আছে কিন্তু পাম্প নেই
নবান্নে বৈঠকে মন্ত্রিগোষ্ঠীর নির্দেশ, বাগরি মার্কেটের মালিকের বিরুদ্ধে যা যা অভিযোগ উঠেছে, সে সব খতিয়ে দেখে প্রয়োজনে তাঁকে গ্রেফতার করতে হবে। লাইসেন্স ছাড়া যাঁরা ব্যবসা করছিলেন তাঁদের চিহ্নিত করতে হবে ৷ বাগরি মার্কেটের বাইরে কাদের মদতে ডালা বসানো হয়েছিল, সেটা পুলিশকে দেখতে বলা হয়েছে । এ ছাড়া, পুরসভা ও দমকলের নজরদারিতে কোনও গাফিলতি ছিল কি না তাও তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছে মন্ত্রিগোষ্ঠী।
advertisement
কলকাতার বাকি বাজারগুলির কী অবস্থা, তা খতিয়ে দেখতে বলা হয়েছে কলকাতা পুরসভা, দমকল এবং পুলিশকে। তাদের থেকে দ্রুত রিপোর্ট চাওয়া হয়েছে। বেনিয়ম দেখলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে মন্ত্রিগোষ্ঠী। বুধবার নবান্নে ফের বৈঠক। তার মধ্যেই তদন্ত রিপোর্ট দিতে হবে দমকল ও পুলিশকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে
Location :
First Published :
September 17, 2018 8:57 PM IST