দলে বড় পদের লোভ দেখিয়ে সহবাস, দিল্লি থেকে বাংলার BJP-RSS নেতা
Last Updated:
অভিযোগকারিনী একজন বিজেপি কর্মী
#কলকাতা: পদের লোভ দেখিয়ে দিনের পর দিন সহবাস ৷ এমনই অভিযোগ উঠল জাতীয় স্তরের বিজেপি নেতা তথা আরএসএস প্রচারক অমলেন্দু চট্টোপাধ্যায় বিরুদ্ধে ৷ অভিযোগকারিনী একজন বিজেপি কর্মী ৷ এদিন এই অভিযোগের ভিত্তিতে রাজধানী থেকে গ্রেফতার করা হয় রাজ্য বিজেপি-র প্রাক্তন সাধারণ সম্পাদক অমলেন্দু চট্টোপাধ্যায়কে ৷ অভিযোগের তালিকা এখানেই শেষ নয়, বিজেপি নেতা শিবপ্রকাশ, বিদ্যুৎ মুখোপাধ্যায়ের বিরুদ্ধেও অভিযোগ এনেছেন ওই বিজেপি কর্মী ৷
বেহালা থানায় ডায়েরি করে এক মহিলা বিজেপি কর্মী অভিযোগ করেন, দিনের পর দিন প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন বিজেপি নেতা তথা আরএসএস প্রচারক অমলেন্দু চট্টোপাধ্যায় ৷ শুধু তাই নয়, বিভিন্ন সময়ে বিজেপিতে উচ্চ পদ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে গেরুয়া শিবিরের শীর্ষ নেতাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনেও বার বার বাধ্য করেছেন বলে অভিযোগ ৷
advertisement
আরও পড়ুন
advertisement
ওই মহিলা বিজেপি কর্মীর সঙ্গে অমলেন্দুর পরিচয় ২০১৬ সাল থেকে ৷ কলকাতায় দিনের পর দিন তার সঙ্গে রাত্রিবাস করা ছাড়াও কলকাতার বাইরেও নিজের সঙ্গে তাঁকে নিয়ে যেতেন অমলেন্দু চট্টোপাধ্যায় ৷ নির্যাতিতার আরও অভিযোগ, সিঁথিতে সিঁদুর পরালেও সামাজিক স্বীকৃতি দেননি অভিযুক্ত আরএসএস নেতা ৷ একের পর এক অভিযোগ পেয়ে এদিন দিল্লির করোলবাগ থেকে RSS নেতা অমলেন্দু চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ ৷
view commentsLocation :
First Published :
September 17, 2018 8:46 PM IST