বাগরি মার্কেট অগ্নিকান্ড: ঘটনাস্থলে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে ঘিরে ব্যাপক বিক্ষোভ

Last Updated:

মন্ত্রীকে সামনে দেখে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা

#কলকাতা: প্রায় ৩৬ ঘণ্টা অতিক্রান্ত ৷ এখনও একইভাবে জ্বলছে বাগরি মার্কেট ৷ পরিস্থিতি পরিদর্শনে যাওয়া পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে ঘিরে শুরু হয় ব্যাপক বিক্ষোভ ৷ মন্ত্রীকে সামনে দেখে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা ৷ দ্রুত আগুন নেভানোর দাবি ব্যবসায়ীদের ৷ একইসঙ্গে দমকলকর্মীর সংখ্যা বাড়ানোর দাবিও তুলে ধরেন তারা ৷
শনিবার রাত থেকে এখনও জ্বলছে বাগরি মার্কেট। আগুন নেভাতে নাজেহাল দমকলকর্মীরা। আগুনের গ্রাসে কয়েক কোটি টাকার সামগ্রী। সবচেয়ে বেশি ক্ষতি A ও F ব্লকে। ২, ৩ তলায় এখনও জ্বলছে আগুন। ঘটনাস্থলে আছে দমকলের ৩০টি ইঞ্জিন।
শনিবার মাঝরাতে ফুটপাথে আগুন। সেই আগুনেই ভস্মীভূত বাগরি মার্কেট। ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করেও আগুন বাগে আনতে পারেনি দমকল। যত সময় গড়িয়েছে, ততই তা ভয়াবহ আকার নিয়েছে। প্রত‍্যক্ষদর্শীদের দাবি, আগুন প্রথমে লাগে মার্কেটের বাইরে, ফুটপাথে। সেই আগুনই ছড়িয়ে পড়ে।
advertisement
advertisement
আরও পড়ুন 
বাগরি মার্কেটে মোট ৮টি ব্লক। কোনওটায় ঠাসা ওষুধ, কোনওটায় চামড়ার সামগ্রী। কোনওটায় পারফিউম-গয়না। নানা রকম দাহ্য পদার্থ থাকায় আগুন গিলে খেতে শুরু করে বাগরি মার্কেটকে। ভয়াবহ আগুনে বাগরি মার্কেটের বিভিন্ন জায়গায় ফাটল ধরে যায় ৷
advertisement
বাগরি মার্কেটের তিন তলা, সেন্ট, ডিওডোরেন্ট, নেল পলিশের মতো নানা প্রসাধনী সামগ্রীতে ঠাসা। রবিবার সকালে এই তিন তলায় আগুন পৌঁছতেই তা ভয়াবহ আকার নেয়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বাগরি মার্কেট অগ্নিকান্ড: ঘটনাস্থলে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে ঘিরে ব্যাপক বিক্ষোভ
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement