Baghajatin building tragedy: ভয়ানক! বাঘাযতীনের হেলে পড়া বহুতল নিয়ে বড় আপডেট! বিস্ফোরক দাবি মেয়র ইন কাউন্সিলের
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:PARADIP GHOSH
Last Updated:
Baghajatin building tragedy: মঙ্গলবার, বাঘাযতীনে বিপজ্জনক ভাবে হেলে পড়ল চারতলা বহুতল৷ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হল বহুতলের একতলার অংশ৷ যদিও এই ঘটনায় কেউ হতাহত হননি৷ হরিয়ানার একটি সংস্থা সেই কাজ শুরু করে৷
বাঘাযতীন: মঙ্গলবার, বাঘাযতীনে বিপজ্জনক ভাবে হেলে পড়ল চারতলা বহুতল৷ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হল বহুতলের একতলার অংশ৷ যদিও এই ঘটনায় কেউ হতাহত হননি৷ কারণ বহুতলটি আগে থেকেই হেলতে শুরু করায় সেই সোজা করা বা লিফটিংয়ের কাজ শুরু হয়৷ হরিয়ানার একটি সংস্থা সেই কাজ শুরু করে৷
আরও পড়ুনঃ বাংলাদেশে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউ দাউ করে জ্বলল সেন্টমার্টিনের পর পর রিসর্ট, সব পুড়ে ছাই
বিপজ্জনক ভাবে হেলে পড়া বাঘাযতীনের চারতলা বহুতলটি ভেঙেই ফেলার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা৷ এ দিন সন্ধে থেকেই বহুতল ভাঙার কাজ শুরু হয়েছে৷ ফলে একসঙ্গে মাথার উপরের ছাদ হারাল ওই বহুতলের বাসিন্দা আটটি পরিবার৷ বহুতল ভাঙার কাজ শুরু হল। মঙ্গলবার দুপুরেই আচমকা হেলে পড়ে বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনির ওই চারতলা বহুতল৷ স্থানীয়রা জানিয়েছেন, ২০১০ সালে ওই বহুতলের কাজ শুরু করেন সুভাষ রায় নামে বাঘাযতীনের বাসিন্দা এক প্রোমোটার৷
advertisement
advertisement
আরও পড়ুনঃ শীতে পাতে চাই-ই-চাই খেজুর গুড়! কিন্তু ভুলেও এঁরা মুখে তুলবেন না এই খাবার! বিপদের আর শেষ থাকবে না
মেয়র ইন কাউন্সিল ও ৯৭ নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি দেবব্রত মজুমদার স্বীকার করেন যে ওই বহুতল পুরসভার আইন মেনে হয়নি। তারপরেও এই বহুতলের বাসিন্দাদের সুয়ারেজ কানেকশন, জলের কানেকশন বা কলকাতা পুরসভার অন্যান্য সুবিধা দিতে হয়েছে সম্পূর্ণ মানবিক কারণে। কলকাতা পুরসভার দায় রয়েছে সেটাও মেনে নিয়েছেন। একই সঙ্গে তাঁর বক্তব্য এই চত্বরে প্রচুর বেআইনি বাড়ি রয়েছে। কলোনি এলাকা, তাই সবটা জেনেও কিছু করা যায় না। সিপিএমের বিক্ষোভ নিয়োগেও পাল্টা বক্তব্য অধিকাংশ বেআইনি বাড়ি বাম সময়ে তৈরি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 15, 2025 11:58 AM IST