Babul Supriyo: হোয়াটসঅ্যাপ হ্যাকিংয়ের কবলে বাবুল সুপ্রিয়? স্টেটাস দিয়ে সতর্ক করলেন সকলকে
- Published by:Suvam Mukherjee
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Babul Supriyo: হোয়াটসঅ্যাপ স্টেটাস দিয়ে নিজেই সাবধান করেছেন বাবুল সুপ্রিয়।
কলকাতা: এবার কি হোয়াটসঅ্যাপ হ্যাকিংয়ের কবলে পড়লেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়? এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। হোয়াটসঅ্যাপ স্টেটাস দিয়ে নিজেই সাবধান করেছেন বাবুল সুপ্রিয়। একই সঙ্গে তিনি জানিয়েছেন, সবাই এই বিষয়ে সাবধান হোন। কোনও এক হোয়াটসঅ্যাপ লিঙ্ক এসেছিল তাঁর কাছে। সেটা ক্লিক করেই সম্ভবত এই হোয়াটসঅ্যাপ হ্যাক করা হয়েছে বলে মনে করা হচ্ছে।৷

বাবুল সুপ্রিয় জানিয়েছেন, "আমার কাছে একটা লিঙ্ক এসেছিল। ক্লিক করতেই দেখানো হল ৮৮ জনকে মেসেজ পাঠানো হচ্ছে। আমি কিছু বুঝতে না পেরে ওই লিঙ্ক বন্ধ করতে দেখি আমার হোয়াটসঅ্যাপ থেকে নম্বর তালিকায় থাকা ১৫০-২০০ জনের হোয়াটসঅ্যাপে ওই লিঙ্ক চলে গিয়েছে। কিছু গন্ডগোল হচ্ছে বুঝতে পেরে আমি সঙ্গে সঙ্গে ফোন সুইচ অফ করে দিই।"
advertisement
advertisement
রাজ্যের মন্ত্রী আরও বলেন, "কম্পিউটারের সাহায্যে ফোন রিসেট করে আবার ফোন চালু করি। তবে এখনও বোঝা মুশকিল যে ঠিক হয়েছে কিনা।"
মন্ত্রী জানিয়েছেন, "যাঁদের কাছে তাঁর হোয়াটস্অ্যাপ থেকে মেসেজ গিয়েছে, তাঁদের সাবধান করতে তিনি একটি স্টেটাস দিয়েছেন।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 03, 2023 4:58 PM IST