Babul Supriyo Health Update: হাসপাতাল থেকে ছাড়া পেলেন বাবুল সুপ্রিয়, থাকতে হবে নিয়মিত চিকিৎসকদের নজরে
- Published by:Uddalak B
- Written by:Onkar Sarkar
Last Updated:
Babul Supriyo Health Update: এ দিকে বাবুলের শারিরীক অবস্থার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও পৌঁছয়৷ বিধানসভা থেকেই বাবুলের খোঁজ মমতা নেন৷
কলকাতা: হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল রাজ্যের তথ্যপ্রযুক্তি ও পর্যটন দফতরের মন্ত্রী বাবুল সুপ্রিয়কে৷ তিনি সোমবার বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে বুকে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন৷ প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা করার পর বাবুলকে আপাতত ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা৷ তবে তাঁকে নিয়মিত চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হবে৷
খবর মিলেছে, রবিবার বিকেল থেকে বুকে ব্যথা অনুভব করছিলেন বাবুল সুপ্রিয়৷ সঙ্গে ঘাম হচ্ছিল তাঁর৷ তাই দেরি না করে সোমবার তিনি সরাসরি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়৷ ভর্তি হওয়ার পর খবর পাওয়া যায়, বাবুলের ইসিজি করানো হয়েছে৷ সেখানে ধরা পড়ে, বুকে সামান্য সমস্যা রয়েছে, তা দ্রুত ঠিকও হয়ে যাবে৷ তখনই খবর মেলে, তাঁকে আজকেই ছেড়ে দেওয়া হতে পারে৷
advertisement
advertisement
আরও পড়ুন: বুধবার মমতা-শুভেন্দু বৈঠক! আবারও কি ২৫ নভেম্বরের পুনরাবৃত্তি? জোর জল্পনা
এ দিকে বাবুলের শারীরিক অবস্থার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও পৌঁছয়৷ বিধানসভা থেকেই বাবুলের খোঁজ মমতা নেন৷ ওদিকে হাসপাতালের তরফ থেকে জারি করা বিবৃতিতে বলা প্রাথমিক ভাবে বলা হয়, ‘বুকে ব্যথা এবং শরীরে অস্বস্তি নিয়ে এ দিন হাসপাতালে আসেন রাজ্যের তথ্যপ্রযুক্তি এবং পর্যটন মন্ত্রী বাবুল। চিকিৎসক সপ্তর্ষি বসু এবং হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে তাঁকে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়।’
advertisement
বাবুলের বিভিন্ন পরীক্ষার রিপোর্ট এর পর থেকে আসতে থাকে৷ তাঁর ইকো-কার্ডিওগ্রাফি ঠিক থাকলেও এক্সরে-তে একাধিক সমস্যা ধরা পড়ে৷ তার পর অ্যাঞ্জিওগ্রাফি করা হয়, সেখানে সামান্য সমস্যা ধরা পড়ে৷ তবে সমস্যা ওষুধেই সেরে যাবে বলে জানানো হয়৷ সেই কারণেই বাবুলকে হাসপাতাল থেকেও ছেড়ে দেওয়া হয়৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 13, 2023 8:28 PM IST