Babul Supriyo on Kabir Suman: কবীর সুমনের আক্রমণে জবাব এড়ালেন বাবুল, স্বস্তি দিলেন তৃণমূলকেও

Last Updated:

বাবুলের আচমকা তৃণমূলে যোগদানের পরই দু'টি ফেসবুক পোস্ট করেছিলেন কবীর সুমন (Babul Supriyo on Kabir Suman)৷

সুমনের ফেসবুক পোস্ট নিয়ে জবাব এড়ালেন বাবুল৷
সুমনের ফেসবুক পোস্ট নিয়ে জবাব এড়ালেন বাবুল৷
#কলকাতা: কবীর সুমনের (Kabir Suman) আক্রমণের জবাব এড়িয়ে গেলেন বাবুল সুপ্রিয়৷ তৃণমূলে যোগ দেওয়ার পরই ফেসবুকে বাবুলকে (Babul Supriyo) তীব্র আক্রমণ শানিয়েছিলেন যাদবপুরের প্রাক্তন তৃণমূল সাংসদ৷ কটাক্ষ করে লিখেছিলেন, জীবনে প্রথমবার মনে হচ্ছে একটা দল খুলি৷ এ দিন কবীর সুমনের ফেসবুক পোস্ট নিয়ে প্রশ্ন করলে বাবুল বলেন, 'এটা তাঁর ব্যক্তিগত মত৷ যা মনে হয়েছে, বলেছেন৷ আমার ফোনে ফেসবুক, ট্যুইটার নেই৷ এসব নিয়ে আমি কিছু বলব না (Babul Supriyo on Kabir Suman)৷'
বাবুলের আচমকা তৃণমূলে (TMC) যোগদানের পরই দু'টি ফেসবুক (Facebook) পোস্ট করেছিলেন কবীর সুমন (Kabir Suman)৷ একটি পোস্টে কয়েকদিন আগে তাঁকে নিয়ে করা বাবুল সুপ্রিয়র কটাক্ষ মনে করিয়ে দেন প্রাক্তন তৃণমূল সাংসদ৷
advertisement
advertisement
ফেসবুকে সুমন লেখেন, ''বিজেপি সাংসদ ও মন্ত্রী শ্রীযুক্ত বাবুল সুপ্রিয় কিছুকাল আগে আমায় নিয়ে ফেসবুকে ঠাট্টা করেছিলেন৷ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে স্থূল ইঙ্গিতপূর্ণ কথা লিখে৷ লিখেছিলেন,'আপনার মমতাময়ী৷' আমি তাঁকে কোনও কটাক্ষ করিনি৷ আজ তিনি তৃণমূলে যোগ দিয়েছেন সশব্দে৷ তৃণমূলের বড় বড় নেতা তাঁকে বরণ করে নিয়েছেন৷ আমি তৃণমূলের সমর্থক, সদস্য নই৷ তৃণমূল দল কাকে টেনে নেবেন এটা একান্ত তাদেরই ব্যাপার৷''
advertisement
এই পোস্টেই বাবুলকে এনআরসি পন্থী, বাংলা ও বাঙালি বিদ্বেষী বলেও তোপ দেগে কবীর সুমন লেখেন, ''বাবুল সুপ্রিয় মহোদয় এখন তাঁর মমতাময়ী সম্পর্কে কী ভাবছেন তৃণমূলে তাঁর কাছের মানুষরা হয়তো জানতে চাইছেন৷'' বাবুল ছাড়াও ওই একই পোস্টে তৃণমূল ঘনিষ্ঠ শিল্পী নচিকেতা চক্রবর্তী এবং কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন কবীর সুমন৷
advertisement
স্বভাবতই এ দিন তৃণমূলে যোগ দেওয়ার পর প্রথম সাংবাদিক বৈঠকে কবীর সুমনের এই মন্তব্য নিয়ে বাবুলকে প্রশ্ন করা হয়৷ দলবদলের নিয়ে মন্তব্যের জন্য তথাগত রায় সহ কয়েকজন বিজেপি নেতার ভাষাজ্ঞান নিয়ে প্রশ্ন তুললেও কবীর সুমনের প্রসঙ্গ সুকৌশলে এড়িয়ে যান বাবুল সুপ্রিয়৷ কারণ তিনি যদি সুমনের মন্তব্যের জবাব দিতেন, তা তৃণমূলের কাছেও বিড়ম্বনার কারণ হতো৷ কবীর সুমন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ এবং প্রশংসক হিসেবেই পরিচিত, ফলে সরাসরি তাঁর সঙ্গে সংঘাত এড়িয়ে তৃণমূলে যোগদানের শুরুতেই বিতর্ক এড়ালেন বাবুল সুপ্রিয়৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Babul Supriyo on Kabir Suman: কবীর সুমনের আক্রমণে জবাব এড়ালেন বাবুল, স্বস্তি দিলেন তৃণমূলকেও
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement