Home /News /kolkata /

ফের শোকজ করা হতে পারে বাবুল সুপ্রিয়কে

ফের শোকজ করা হতে পারে বাবুল সুপ্রিয়কে

 • Share this:

  #কলকাতা: বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে নির্বাচন কমিশন। ফের শোকজ করা হতে পারে বাবুলকে। ট্যুইটারে বাবুল সুপ্রিয়র গান পোস্ট করা নিয়ে বিতর্কর ঝড় উঠেছিল।

  বিজেপির থিম সং গেয়ে বিপাকে বাবুল সুপ্রিয়। তাঁর গানকে বিজ্ঞাপনী প্রচার হিসেবেই দেখছে নির্বাচন কমিশন। অনুমতি ছাড়া সেই গান রিলিজ করায়, নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে বাবুলকে শোকজ করেছিল কমিশন। যদিও বিজেপির গায়ক-নেতার দাবি, এখনও অনুষ্ঠানিকভাবে গানটি তিনি রিজিলই করেননি। তাই বিধিভঙ্গের কোনও প্রশ্ন নেই।

  বাবুলের জবাব ইসিআইকে পাঠানো হয়েছে, পাঠানো হয়েছে বাবুলের গান সংক্রান্ত তথ্য। তথ্য পাঠিয়েছে সিইও-র দফতর। কিন্তু বাবুল সুপ্রিয়র শোকজের জবাবে হয়তো সম্পূর্ন সন্তুষ্ট নয় নির্বাচন কমিশন! কাজেই, হয়তো ফের শোকজ করা হতে পারে বাবুলকে।

  First published:

  Tags: Babul supriyo, Loksabha election 2019, Show Cause

  পরবর্তী খবর