#কলকাতা: ফের প্রশ্নপত্র বিভ্রাট ৷ প্রশ্ন বিভ্রাটের জেরে বাতিল হল কলেজ স্ট্রিট ক্যাম্পাসে বিএ পার্ট টু-র সাংবাদিকতার পরীক্ষা ৷
আরও পড়ুন: রেল দুর্ঘটনা রুখতে IIT-র পড়ুয়ারা তৈরি করলেন রোবট
সূত্রের খবর, শুক্রবার ছিল বিএ পার্ট টু-র সাংবাদিকতার দ্বিতীয় পেপারের পরীক্ষা ৷ ভুলবশত দ্বিতীয় পত্রের পরীক্ষার দিন দেওয়া হয় তৃতীয় পত্রের প্রশ্ন ৷ সকাল ১০টায় পরীক্ষা শুরু হয় ৷ পরীক্ষা শুরু হওয়ার পরই প্রশ্নপত্র দেখে ঘাবড়ে যান পড়ুয়ারা ৷ এরপরই চাঞ্চল্য ছড়ায় পরীক্ষাকেন্দ্রে ৷
প্রশ্ন বিভ্রাটের খবর পেয়ে পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক ৷ তবে, এই বিষয়টি নিয়ে এখনও অবধি কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ মুখে কুলুপ এঁটেছে বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার বিভাগও ৷ যার জেরে কবে হবে পরীক্ষা ? তা নিয়ে আপাতত অন্ধকারে পরীক্ষার্থীরা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BA Part 2 exam, Calcutta University, Journalism & Mass Communication