Kolkata News: খুব সাবধান, ATM-এ কলকাতার বৃদ্ধার সঙ্গে মারাত্মক জালিয়াতি! খোয়ালেন কষ্টের সঞ্চয়...
- Published by:Suman Biswas
Last Updated:
Kolkata News: বৃদ্ধার এটিএম কার্ড হাত বদল করেই, এটিএম থেকে টাকা তুলে পালাল প্রতারক।
#কলকাতা: অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর ATM থেকে টাকা তুলে নিল প্রতারক। বৃদ্ধার টাকা তুলে নেওয়ার দশ দিন পর পর্যন্ত, সেই টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ। পুলিশে অভিযোগ হওয়ার পর এখনও পর্যন্ত বৃদ্ধার কাছে কোন তদন্তকারীদের ফোন আসেনি কিংবা পুলিশের পক্ষ থেকে কোন যোগাযোগও করা হয়নি।
জানা গিয়েছে, গত ১১ অক্টোবর বাঘাযতীন পল্লীর অঞ্জু দাস বাড়ির কাছে একটি ব্যাংকের এটিএম-এ টাকা তুলতে যান। অঞ্জু আইটিআই কলেজের চতুর্থ শ্রেণীর কর্মী ছিলেন। তিনি এটিএম-এ টাকা তোলার প্রক্রিয়া ঠিকঠাকভাবে জানতেন না। যার জন্য এটিএমে দাঁড়িয়ে থাকা এক যুবকের সাহায্য নেন। সেই যুবক অঞ্জু দাসের এটিএম কার্ড নিয়ে পরিবর্তন করে অন্য একটি এটিএম কার্ড মেশিনে ঢুকিয়ে অঞ্জু দাসকে এটিএম পিন নম্বার দিতে বলে। অঞ্জু দাস পিন নম্বর দিলে টাকা ওঠেনি।
advertisement
advertisement
ছেলেটি অঞ্জু দাসকে এটিএম কার্ডটি হাতে দিয়ে বলে, তার এটিএম কার্ড কাজ করছে না। তারপরই অঞ্জু দাস বাড়ি ফিরে যান। বাড়ি ফিরে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তার মোবাইলে সাড়ে ন'হাজার করে দুবার ও একবার ১০০০ টাকা তোলার মেসেজ আসে। মুহুর্তের মধ্যে কুড়ি হাজার টাকা উঠে যায় তাঁর অ্যাকাউন্ট থেকে। তারপর অনলাইন জিনিসপত্র কেনে ওই প্রতারক। মোট ৬২ হাজার টাকা তার অ্যাকাউন্ট থেকে চলে যাওয়ার পরে। সঙ্গে সঙ্গে অঞ্জুর ছেলে সংশ্লিষ্ট ব্যাংকে অভিযোগ দায়ের করে।এবং স্থানীয় যাদবপুর থানায় লিখিত অভিযোগ করেন।
advertisement
প্রতারক অঞ্জুর হাতে যে এটিএম কার্ড দিয়ে দিয়েছিল, সেই এটিএম কার্ডের তথ্য অনুসারে ব্যাংক কর্তৃপক্ষ জানতে পারে, ছেলেটির বাড়ি কসবা এলাকায় এবং ছেলেটির ছবিও পেয়ে যান তাঁরা। সমস্ত কিছু থানাতে দেওয়ার পরও এখনও পর্যন্ত বৃদ্ধার ওই টাকা উদ্ধার সংক্রান্ত তদন্তে গতি আসেনি বলে দাবি অঞ্জুর পরিবারের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 21, 2021 6:44 PM IST