হাবাসের মূলমন্ত্র ‘টিমগেম’, গার্সিয়াকে ছাপিয়ে যেতে চান পোস্তিগা

Last Updated:

হেড কোচ হাবাস স্পষ্ট জানালেন, তাঁরা গতবারের চ্যাম্পিয়ন দল হতে পারে ৷ কিন্তু এটা নতুন বছর ৷ এখন থেকেই চ্যাম্পিয়নশিপের কথা না ভেবে এক একটা ম্যাচ ধরে এগোতে চায় টিম এটিকে ৷ মার্কি প্লেয়ার পোস্তিগার প্রশংসা করার পাশাপাশি তিনি জানালেন কোনও একজন প্লেয়ার নন ৷ তাঁর কাছে দলের প্রত্যেক ফুটবলারই সমান গুরুত্বপূর্ণ ৷

#কলকাতা: স্পেন থেকে প্রি-সিজন ক্যাম্প সেরে বৃহস্পতিবারই কলকাতায় পা রেখেছে অ্যাটলেটিকো দি কলকাতা ৷ টুর্নামেন্টের ‘কিক অফ’ হতে আর বেশি সময় বাকি নেই ৷ তাই কোচ অ্যান্তনিও লোপেজ হাবাসের কড়া নির্দেশে শুক্রবার থেকেই অনুশীলনে নেমে পড়তে হল পোস্তিগাদের ৷ অনুশীলনের মাঠ নিয়ে আপাতত সমস্যা কেটেছে এটিকে কর্তাদের ৷ ১ লা অক্টোবর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ খেলতে চেন্নাই উড়ে যাবে টিম ৷ তার আগে মোহনবাগান মাঠেই প্রতিদিন অনুশীলন করবে গতবারের বিজয়ীরা ৷ এদিন অনুশীলনে যাওয়ার আগে যুবভারতী সংলগ্ন একটি হোটেলে মার্কি প্লেয়ার হেল্ডার পোস্তিগা এবং ফ্র্যাঞ্চাইজি কর্তাদের সঙ্গে সাংবাদিক সম্মেলন করলেন হেড কোচ হাবাস ৷ সেখানে তিনি স্পষ্ট জানালেন, তাঁরা গতবারের চ্যাম্পিয়ন দল হতে পারে ৷ কিন্তু এটা নতুন বছর ৷ এখন থেকেই চ্যাম্পিয়নশিপের কথা না ভেবে এক একটা ম্যাচ ধরে এগোতে চায় টিম এটিকে ৷ মার্কি প্লেয়ার পোস্তিগার প্রশংসা করার পাশাপাশি তিনি জানালেন কোনও একজন প্লেয়ার নন ৷ তাঁর কাছে দলের প্রত্যেক ফুটবলারই সমান গুরুত্বপূর্ণ ৷
পর্তুগালের জাতীয় দলে একসময়ে ফিগো-রোনাল্ডোদের সতীর্থ পোস্তিগা এবার খেলবেন কলকাতার ক্লাবের হয়ে ৷ স্প্যানিশ লা লিগা এবং পর্তুগিজ লিগে চুটিয়ে খেলা এই স্ট্রাইকার কিন্তু আইএসএল-এ খেলার জন্য এখন মুখিয়ে রয়েছেন ৷ ভারত সম্পর্কে আগে সেরকম কোনও ধারণা তাঁর ছিল না ৷ গতবছর আইএসএল-ও দেখা হয়নি তাঁর ৷ কিন্তু এবছর গতবারের চ্যাম্পিয়ন দলের সদস্য হতে পেরে খুশি পোস্তিগা ৷ কলকাতায় আসার আগে দল এবং এই শহরের সম্পর্কে অনেক তথ্য জোগাড় করেছেন তিনি৷ দেখেছেন ছবিও  ৷ গতবারের দলের একনম্বর প্লেয়ার লুইস গার্সিয়ার জায়গায় খেলবেন তিনি ৷ তাই স্বভাবতই সমর্থকদের প্রত্যাশার চাপ তো থাকবেই তাঁর উপর ৷ কিন্তু সেই চাপ সামলাতে এখন প্রস্তুত পর্তুগীজ তারকা ৷ এমনকী, পারফরম্যান্সের ব্যাপারে এবছর গার্সিয়াকেও ছাপিয়ে যেতে চান তিনি ৷ মেসি না রোনাল্ডো কে বড় প্লেয়ার ? সাংবাদিকদের এই প্রশ্নে কিছুটা বিরক্তই দেখাল পোস্তিগাকে ৷ দু’জনকে মহান ফুটবলার বললেও স্বদেশীয় রোনাল্ডোকেই এগিয়ে রাখলেন মার্কো ভ্যান বাস্তেনের ভক্ত এই পর্তুগীজ তারকা ৷ নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচ বা জীবনের প্রথম গোলের মতোই অ্যাটলেটিকো দি কলকাতাও এখন তাঁর কাছে যথেষ্ট স্পেশ্যাল ৷ ভারতের মাটিতেও এবার তাই কিছু করে দেখাতে মরিয়া প্রাক্তন এই পোর্তো তারকা ৷
advertisement
ছবি সৌজন্যে : দেবব্রত বিশ্বাস
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
হাবাসের মূলমন্ত্র ‘টিমগেম’, গার্সিয়াকে ছাপিয়ে যেতে চান পোস্তিগা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement