হাবাসের মূলমন্ত্র ‘টিমগেম’, গার্সিয়াকে ছাপিয়ে যেতে চান পোস্তিগা

Last Updated:

হেড কোচ হাবাস স্পষ্ট জানালেন, তাঁরা গতবারের চ্যাম্পিয়ন দল হতে পারে ৷ কিন্তু এটা নতুন বছর ৷ এখন থেকেই চ্যাম্পিয়নশিপের কথা না ভেবে এক একটা ম্যাচ ধরে এগোতে চায় টিম এটিকে ৷ মার্কি প্লেয়ার পোস্তিগার প্রশংসা করার পাশাপাশি তিনি জানালেন কোনও একজন প্লেয়ার নন ৷ তাঁর কাছে দলের প্রত্যেক ফুটবলারই সমান গুরুত্বপূর্ণ ৷

#কলকাতা: স্পেন থেকে প্রি-সিজন ক্যাম্প সেরে বৃহস্পতিবারই কলকাতায় পা রেখেছে অ্যাটলেটিকো দি কলকাতা ৷ টুর্নামেন্টের ‘কিক অফ’ হতে আর বেশি সময় বাকি নেই ৷ তাই কোচ অ্যান্তনিও লোপেজ হাবাসের কড়া নির্দেশে শুক্রবার থেকেই অনুশীলনে নেমে পড়তে হল পোস্তিগাদের ৷ অনুশীলনের মাঠ নিয়ে আপাতত সমস্যা কেটেছে এটিকে কর্তাদের ৷ ১ লা অক্টোবর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ খেলতে চেন্নাই উড়ে যাবে টিম ৷ তার আগে মোহনবাগান মাঠেই প্রতিদিন অনুশীলন করবে গতবারের বিজয়ীরা ৷ এদিন অনুশীলনে যাওয়ার আগে যুবভারতী সংলগ্ন একটি হোটেলে মার্কি প্লেয়ার হেল্ডার পোস্তিগা এবং ফ্র্যাঞ্চাইজি কর্তাদের সঙ্গে সাংবাদিক সম্মেলন করলেন হেড কোচ হাবাস ৷ সেখানে তিনি স্পষ্ট জানালেন, তাঁরা গতবারের চ্যাম্পিয়ন দল হতে পারে ৷ কিন্তু এটা নতুন বছর ৷ এখন থেকেই চ্যাম্পিয়নশিপের কথা না ভেবে এক একটা ম্যাচ ধরে এগোতে চায় টিম এটিকে ৷ মার্কি প্লেয়ার পোস্তিগার প্রশংসা করার পাশাপাশি তিনি জানালেন কোনও একজন প্লেয়ার নন ৷ তাঁর কাছে দলের প্রত্যেক ফুটবলারই সমান গুরুত্বপূর্ণ ৷
পর্তুগালের জাতীয় দলে একসময়ে ফিগো-রোনাল্ডোদের সতীর্থ পোস্তিগা এবার খেলবেন কলকাতার ক্লাবের হয়ে ৷ স্প্যানিশ লা লিগা এবং পর্তুগিজ লিগে চুটিয়ে খেলা এই স্ট্রাইকার কিন্তু আইএসএল-এ খেলার জন্য এখন মুখিয়ে রয়েছেন ৷ ভারত সম্পর্কে আগে সেরকম কোনও ধারণা তাঁর ছিল না ৷ গতবছর আইএসএল-ও দেখা হয়নি তাঁর ৷ কিন্তু এবছর গতবারের চ্যাম্পিয়ন দলের সদস্য হতে পেরে খুশি পোস্তিগা ৷ কলকাতায় আসার আগে দল এবং এই শহরের সম্পর্কে অনেক তথ্য জোগাড় করেছেন তিনি৷ দেখেছেন ছবিও  ৷ গতবারের দলের একনম্বর প্লেয়ার লুইস গার্সিয়ার জায়গায় খেলবেন তিনি ৷ তাই স্বভাবতই সমর্থকদের প্রত্যাশার চাপ তো থাকবেই তাঁর উপর ৷ কিন্তু সেই চাপ সামলাতে এখন প্রস্তুত পর্তুগীজ তারকা ৷ এমনকী, পারফরম্যান্সের ব্যাপারে এবছর গার্সিয়াকেও ছাপিয়ে যেতে চান তিনি ৷ মেসি না রোনাল্ডো কে বড় প্লেয়ার ? সাংবাদিকদের এই প্রশ্নে কিছুটা বিরক্তই দেখাল পোস্তিগাকে ৷ দু’জনকে মহান ফুটবলার বললেও স্বদেশীয় রোনাল্ডোকেই এগিয়ে রাখলেন মার্কো ভ্যান বাস্তেনের ভক্ত এই পর্তুগীজ তারকা ৷ নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচ বা জীবনের প্রথম গোলের মতোই অ্যাটলেটিকো দি কলকাতাও এখন তাঁর কাছে যথেষ্ট স্পেশ্যাল ৷ ভারতের মাটিতেও এবার তাই কিছু করে দেখাতে মরিয়া প্রাক্তন এই পোর্তো তারকা ৷
advertisement
ছবি সৌজন্যে : দেবব্রত বিশ্বাস
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
হাবাসের মূলমন্ত্র ‘টিমগেম’, গার্সিয়াকে ছাপিয়ে যেতে চান পোস্তিগা
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
  • দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি

  • উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস !

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement