Atal Bihari Vajpayee Worshipped: সারা বছরই দোকানে চা বিক্রি করেন, করেন ঠাকুর পুজোও, সেখানেই রোজ মালা দেন অটল বিহারী বাজপেয়ীর ফটোতে, তারপর

Last Updated:

Atal Bihari Vajpayee Worshipped: দোকানে পূজিত অটল বিহারী বাজপেয়ী, পদ্মে ক্ষোভ ফ্যান বয়ের

দোকানে পূজিত অটল বিহারী বাজপেয়ী, পদ্মে ক্ষোভ ফ্যান বয়ের
দোকানে পূজিত অটল বিহারী বাজপেয়ী, পদ্মে ক্ষোভ ফ্যান বয়ের
কলকাতা: মা গৌরি ভ্যারাইটি ষ্টোর্স। দমদমের একটি দোকান। ছোট্টো গুমটি দোকান বললে ভাল হয়। সারা বছর জুড়ে এই দোকান বদলে বদলে যায়। অর্থাৎ সিজনে কখনও ঘুড়ি-লাটাই, স্বাধীনতা দিবসে পতাকা, রাখির সময় রাখি, আর বছরের বেশিরভাগ সময় স্বপন দত্তের চায়ের দোকান।
না না দোকান নিয়ে এই কনটেন্ট নয়। আসলে দোকানের অন্দরে ঠাকুরের তাকে যে বিষয়টা চোখে পড়ছে সেটাই আসল গল্প। গণেশ-লক্ষ্মীর সঙ্গে ভরতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর ছবি। মালা পরানো আছে, ঠাকুরের সঙ্গেই তিনিও রোজ দিন পূজিত হচ্ছেন।
advertisement
advertisement
কেন অটল বিহারীর ছবি?
স্বপন বাবু বলছেন আমি উনার ভক্ত। উনার মতাদর্শের, রাজনীতির ফ্যান আমি। উনার মতাদর্শ,  ভাবনা চিন্তা বিরোধীতায় ভুলতে পারে না। উনার মতো প্রধানমন্ত্রী আমি আর কাউকে দেখলাম না। আমার কাছে অটলই সেরা প্রধানমন্ত্রী।
advertisement
‘বিজেপি ভুলে যাচ্ছে পুরনো মতাদর্শের কথা, অটল বিহারী যেভাবে চালিয়েছে আর সেইরকম ভাবে চলছে কোথায়? সড়ক যোজনা একটা নবদিগন্ত তৈরী করে দিয়েছে। তাঁর দূরদর্শিতা ছিল অতুলনীয়। আমার মনে হয় সেই রাজনীতি কিছুটা হলেও বদলেছে এখন’। বলছেন স্বপন বাবু।
সম্প্রতি বাংলা ও বাংলাদেশী নিয়ে যে দ্বন্দ্ব চলছে তা একদমই ঠিক নয় বলছেন এই অটল ফ্যান। বাংলা ভাষা ও বাংলাদেশী ভাষা সম্পূর্ণ আলাদা বলেই মনে করেন তিনি। আজ যদি অটল বিহারী বাজপেয়ী থাকতেন তাহলেও তিনি এই কথায় বলতেন বলে মনে করছেন স্বপন বাবু। কথা বলতে বলতেই তিনি চা চাপালেন। আমরা কথা থামালাম।
advertisement
১৬ আগস্ট ২০১৮ সালে পরলোক গমন করেন অটল বিহারী বাজপেয়ী। তাঁর স্মৃতি রোজ দিন টাটকা দমদমের বাসিন্দা স্বপন বাবুর মনে। রোজদিন ঠাকুরের সঙ্গেই পূজিত হচ্ছেন স্বপন বাবুর রাজনৈতিক ঠাকুর। প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেবদেবীর সমান করেই রেখেছেন তিনি। তিনি বলছেন, পদ্ম শিবির বদলে ফেলেছে তার অটলের রাজনীতি। স্বপন বাবুর চোখে অটল বিহারী বাজপেয়ী  দেশের সেরা প্রধানমন্ত্রী।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Atal Bihari Vajpayee Worshipped: সারা বছরই দোকানে চা বিক্রি করেন, করেন ঠাকুর পুজোও, সেখানেই রোজ মালা দেন অটল বিহারী বাজপেয়ীর ফটোতে, তারপর
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement