Assembly Monsoon Season: গত ৮১ দিন কেমন ছিল মণিপুর? এবার এ নিয়ে বড় পদক্ষেপ নিচ্ছে শাসকদল
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
ঘটনার পরে বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷ মণিপুর নিয়ে দফায় দফায় উত্তাল হচ্ছে সংসদ৷ সোমবার গান্ধিমূর্তির পাদদেশে একযোগে বিক্ষোভ দেখিয়েছে বাম-কংগ্রেস, তৃণমূল৷
নয়াদিল্লি: মণিপুর নিয়ে বিধানসভায় নিন্দাপ্রস্তাব আনতে চলেছে শাসকদল৷ গত ৮১ দিনে যা যা ঘটনা সেখানে হয়েছে, সে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি কী, সেই প্রেক্ষিতে এই প্রস্তাব। আলোচনার দিন আগামী বুধবার স্থির হবে বিএ কমিটির বৈঠকে। জানালেন, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যাায়৷
গত মার্চ থেকেই খুন-ধর্ষণের ঘটনা ঘিরে উত্তাল মণিপুর৷ সংরক্ষণ সংক্রান্ত বিষয় নিয়ে হিংসা-হানাহানি৷ তারমধ্যে সম্প্রতি, মণিপুরের কাংগপোকপি জেলায় গত ৪ মার্চ একটি ঘটনা সামনে এসেছে৷ আদিবাসীদের সংগঠন আইটিএলএফ-এর অভিযোগ, বিবস্ত্র করে রাস্তায় ঘোরানোর আগে একটি মাঠের মধ্যে গণধর্ষণ করা হয়েছে কুকি সম্প্রদায়ের এক মহিলাকে৷ অভিযুক্ত মেইতেই সম্প্রদায়ের কিছু মানুষ৷ ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই নিন্দায় সরব হয়েছে সারা দেশ৷
advertisement
ঘটনার পরে বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷ মণিপুর নিয়ে দফায় দফায় উত্তাল হচ্ছে সংসদ৷ সোমবার গান্ধিমূর্তির পাদদেশে একযোগে বিক্ষোভ দেখিয়েছে বাম-কংগ্রেস, তৃণমূল৷
advertisement
সোমবার থেকে শুরু হল রাজ্য বিধানসভার বাদল অধিবেশন৷ তার আগে এদিন বেলা ১১টা নাগাদ বৈঠক ডাকা হয়েছিল। শাসকদলের পক্ষ থেকে সেখানে প্রতিনিধিরা উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন বিরোধীরা। এর আগে তাঁদের ডাকা হলেও তাঁরা অনুপস্থিত থাকেন বলে অভিযোগ করছে শাসকদলের বিধায়কেরা।
advertisement
আরও পড়ুন: ‘বিনা বিচারে ১ বছর!’, আদালতে পৌঁছেই বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায়, ক্ষোভ উগরে বললেন..
বিজেপি বিধায়কদের দাবি, বিধানসভার ‘রীতি-নীতি’ ভাঙছে শাসকদল, বিরোধীদের যোগ্য সম্মানও দেওয়া হচ্ছে না৷ সেই কারণেই তাঁরা বৈঠক বয়কট করার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন বিজেপি বিধায়কেরা৷
প্রথমে বিধানসভার বাদল অধিবেশন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল৷ পরে রাজ্যপাল সি ভি আনন্দ বোস সম্মতি দেওয়ায় মেলে সবুজসঙ্কেত৷ গত শনিবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, ২৪ জুলাই অর্থাৎ সোমবার দুপুর ১২টা থেকে বাদল অধিবেশন শুরু হবে। তার আগে বেলা ১১টা নাগাদ হবে সর্বদল বৈঠক।
advertisement
আরও পড়ুন: ১১ হাজার শূন্যপদ! খুব তাড়াতাড়িই হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ, আসছে নোটিস
কিন্তু, এদিন সেই বৈঠকে যোগ দিলেন না কোনও বিজেপি বিধায়ক। একমাত্র আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিও যোগ দেননি সর্বদলে। বৈঠকের পর নির্ধারিত সময়েই শুরু হয় অধিবেশন। এর পরেই অধিবেশন মুলতবি করে দেন স্পিকার।
advertisement
পিএসি ঘিরে নানা সময়ে সংঘাতে জড়িয়েছে শাসক এবং বিরোধী শিবির। প্রথমে বিরোধ শুরু হয় মুকুল রায়কে নিয়ে। তিনি পিএসি-র চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলে আর এক বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে পিএসি-র চেয়ারম্যান করা হয়। রায়গঞ্জ থেকে বিজেপির প্রতীকে নির্বাচিত হয়েছিলেন কৃষ্ণ। পরে তিনি যোগ দেন তৃণমূলে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
July 24, 2023 3:19 PM IST