Ashwini Vaishnaw: জমি সমস্যায় থমকে রাজ্যের ৬১টি রেলপ্রকল্পের কাজ! মমতাকে চিঠি রেলমন্ত্রীর

Last Updated:

Ashwini Vaishnaw: রাজ্যে চেয়েও পাওয়া যাচ্ছে না জমি। এই অভিযোগ তুলে রাজ্য সরকারের সহায়তা চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন রেলমন্ত্রী অশ্বিনি বৈষ্ণব

মমতাকে চিঠি রেলমন্ত্রীর
মমতাকে চিঠি রেলমন্ত্রীর
কলকাতা: রাজ্যে চেয়েও পাওয়া যাচ্ছে না জমি। ফলে চাইলেও এগোতে পারা যাচ্ছে না একাধিক প্রকল্প। এই অভিযোগ তুলে রাজ্য সরকারের সহায়তা চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন রেলমন্ত্রী অশ্বিনি বৈষ্ণব। রেলের তরফে দাবি, রাজ্যে মোট ৬১ জায়গায় নতুন রেল লাইন পাতার প্রকল্প অনুমোদন পেয়ে গেলেও, জমির অভাবে সেই কাজ এগোতে পারা যাচ্ছে না। মুখ্যমন্ত্রীর সহায়তা চেয়ে চিঠি দিয়েছেন রেলমন্ত্রী।
চিঠিতে মোট ৪১টি রেল লাইনের কথা উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি আরও ২০টি লাইনের কথাও বলা হয়েছে। এর মধ্যে দিঘা-এগরা, জয়নগর-রায়দিঘি, আমতা-বাগনানের মতো গুরুত্বপূর্ণ লাইনও রয়েছে। রেল মন্ত্রী চিঠিতে জানিয়েছেন, বর্তমানে রেলওয়ের প্রকল্পের ব্যয় হচ্ছে ৫০,৯১৫ কোটি টাকা। ২০২৩-২০২৪ বাজেটে সর্বকালের সর্বোচ্চ ব্যয় ১১,৯৭০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বেশিরভাগ রেলওয়ে প্রকল্পগুলি আংশিক অবস্থায় রয়েছে। কারণ, প্রয়োজনীয় জমি না পাওয়ায় অগ্রগতি হচ্ছে না এই কাজে।
advertisement
advertisement
চিঠিতে মোট দুটি তালিকা দেওয়া হয়েছে। প্রথম তালিকায় রয়েছে ৪১টি নয়া রেল লাইন নির্মাণ প্রকল্পের নাম। সেখানে বলা হয়েছে, ভারতীয় রেল জমি অধিগ্রহণের প্রচেষ্টা শুরু করেছে।
advertisement
কিন্তু এই প্রকল্পগুলির জন্য জমি অধিগ্রহণে সফল হতে পারেনি। দ্বিতীয় তালিকায় রয়েছে ২০টি লাইনের নাম। সেখানে বলা হয়েছে, জমি সমস্যা থাকায় এই প্রকল্পগুলির কাজ এগোতেই পারেনি। অবিলম্বে বিষয়টিতে রাজ্যের সাহায্য চেয়ে দাবি জানিয়েছেন রেলমন্ত্রী।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Ashwini Vaishnaw: জমি সমস্যায় থমকে রাজ্যের ৬১টি রেলপ্রকল্পের কাজ! মমতাকে চিঠি রেলমন্ত্রীর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement