WB Budget|| Ashok Lahiri: শুভেন্দু নন, ওপেনিং ব্যাটসম্যান অশোক লাহিড়ি, আজ বাজেটের বিরোধীতায় বিজেপি কী বলবে?
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
WB Budget|| Ashok Lahiri: সব ঠিক থাকলে বাজেট ভাষনে বক্তা নন শুভেন্দু, পরিবর্তে বাছাই শব্দে, অভিজ্ঞতার নিরিখে বাজেটের বিরোধিতা করবেন এক সময়ের কেন্দ্রের আর্থিক উপদেষ্টা অশোক লাহিড়ী।
#কলকাতা: বুধবার রাজ্য বাজেটে ৩ লক্ষ ৮ হাজার ৭২৭ কোটি টাকা বরাদ্দ করার কথা জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে ১৮৩০ কোটি টাকা কোভিড বাজেট বরাদ্দ করার পরিকল্পনাও জানিয়েছেন। আজ বিধানসভায় বিরোধীদের বলার দিন। সূত্রের খবর, নিজেকে সরিয়ে বাজেট বিরোধিতায় অশোক লাহিড়ীকে সামনে আনতে চলেছেন শুভেন্দু অধিকারী। সব ঠিক থাকলে বাজেট ভাষনে বক্তা নন শুভেন্দু, পরিবর্তে বাছাই শব্দে, অভিজ্ঞতার নিরিখে বাজেটের বিরোধিতা করবেন এক সময়ের কেন্দ্রের আর্থিক উপদেষ্টা অশোক লাহিড়ী।
গতকাল সেই ইঙ্গিত দিয়েছেন অশোক লাহিড়ী নিজেও। তিনি সরকারের বাজেটটি মন দিয়ে শুনে বলেন, ত্রাণের ব্যবস্থা করার আশ্বস থাকলেও, পরিত্রানের কোন চেষ্টা নেই। রাজনৈতিক মহলের মত এটাই অশোক লাহিড়ীর বাজেট নিয়ে আজকের প্রতিক্রিয়ার ক্যাচ লাইন। অশোক লাহিড়ী ইতিমধ্যে অস্ত্রে শান দেওয়াও শুরু করেছেন। তিনি গতকালই বলেছেন, রাজ্য মাথাপিছু আয়ে পিছিয়ে পড়ছে। পরিযায়ী শ্রমিকরা উন্নয়ন নেই বলেই ভিন রাজ্যে যাচ্ছেন। রাজ্যের জিডিপি নিয়ে যে তথ্য পেশ করা হয়েছে তা ঠিক নয়।
advertisement
কিন্তু কথায় কথায় বিধানসভা থেকে ওয়াকআউট করা, শাসক দলকে চাপে রাখা শুভেন্দু কেন কথা বলবেন না আজ? নিজেকে সিএম এর প্রতিপক্ষ হিসাবে তুলে ধরা। তথ্য বলছে অশোক লাহিড়ীকে বিজেপি প্রজেক্ট করেছিল তাঁর দামদর বুঝেই। অর্থনীতির শিক্ষক, অৰ্থমন্ত্রকের উপদেষ্টা অশোক লাহিড়ি চার দশকের বেশি বাজেট বিশ্লেষণ করেছেন। তাঁর মতো অভিজ্ঞতা বিধানসভায় কারও নেই। ফলে শুভেন্দুই চাইবেন এক্ষেত্রে তাঁকে এগিয়ে রাখতে।
advertisement
advertisement
প্রসঙ্গত বুধবার সাংবাদিক বৈঠকে বাজেটে উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে সরব হন শুভেন্দু। এমন দিনে এই কথা উঠল যেদিন কেন্দ্রীয় মন্ত্রীসভায় এ রাজ্য থেকে উত্তরবঙ্গের ২ মন্ত্রীর জায়গা পেলেন। সরাসরি অমিত শাহর মন্ত্রকে ঠাঁই হল নিশীথ প্ৰামাণিকের। কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব পেলেন জন বার্লা। শুভেন্দু তৃণমূলের ইস্তেহারটি সঙ্গে রেখে বারংবার বলার চেষ্টা করলেন শাসক দল কথা রাখছে না। কিন্তু এটি তার রাজনৈতিক অবস্থান। বাজেটের চুলচেরা বিশ্লেষণে তিনি নিজেকে অধিকারী মনে করছেন না। বরং অশোক লাহিড়ীকেই ওপেনিং ব্যাটসম্যান ভাবছেন বিরোধী দলনেতা।
advertisement
তাই আজ বিরোধী দলনেতার ভাষন নয়, রাজ্য বাজেটের অন্তঃসার শূন্য কঙ্কালসার অবস্থার আসল ছবি তুলে ধরে সরকারকে কোনঠাসা করবে বিজেপি অশোক লাহিড়িকে সামনে রেখেই। ঘাটতি বৃদ্ধি, বাজার থেকে ঋণ নেওয়ার পরিমান বৃদ্ধি, কর্মসংস্থানে দিশাহীনতা নিয়ে কথা কথা বলতে পারেন অশোক লাহিড়ী। শিল্প বলতে শুধু রিয়েল এস্টেট, আসতে পারে এই বিষয়টিও। সরকার দেড় কোটি কর্মসংস্থানের আশ্বাস দিয়েছে। কোন পথে হবে এই কর্মসংস্থান, সরকারের রুটম্যাপ কই, এই প্রসঙ্গও আনতে পারেন অশোক লাহিড়ী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 08, 2021 8:21 AM IST