এ বার পথে আশা কর্মীরা, একাধিক দাবি নিয়ে আন্দোলনে পৌর স্বাস্থ্য কর্মীরা

Last Updated:

এর উপর ৬০ বছর বয়েস হলেই নিতে হয় অবসর। আরবান আশা কর্মীদের দাবী গ্রামীণ আশা কর্মীদের অবসরের বয়স ৬৫।

নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র
কলকাতা: ৬ দফা দাবী নিয়ে এবার রাজপথে পৌর স্বাস্থ্য কর্মীরা। পৌর স্বাস্থ্য কর্মীদের আরবান আশা কর্মীরা বৃহস্পতিবার জমায়েত এবং বিক্ষোভ করেন সল্টলেকের নগরায়ন ভবনের কাছে। ডেপুটেশন দেন মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে।
আরবান আশা কর্মীরা দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য সম্পর্কিত নানান পরিষেবা দিয়ে থাকেন। তবে স্বাস্থ্য ছাড়াও নানান সরকারি প্রকল্পে কাজে লাগানো হলেও, এই আশা কর্মীরা বিভিন্ন ভাবে বঞ্চিত হয়ে থাকেন বলে অভিযোগ। সেই বঞ্চনা রুখতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক পৌরসভার আশা কর্মীরা এ দিন জমায়েত করেন সল্টলেকের বিকাশ ভবনের কাছে। আরবান আশা কর্মীদের দাবী বর্তমানে তাঁদের বেতন মাসিক সাড়ে চার হাজার টাকা এবং সামান্য উৎসাহ ভাতা ছাড়া জোটে না তেমন কিছুই !
advertisement
advertisement
এর উপর ৬০ বছর বয়েস হলেই নিতে হয় অবসর। আরবান আশা কর্মীদের দাবী গ্রামীণ আশা কর্মীদের অবসরের বয়স ৬৫। তাঁদের প্রশ্ন একই পরিষেবা দিয়ে কেন ৫ বছর আগেই অবসর? এর পাশাপশি মাসিক বেতন নূন্যতম ২১ হাজার টাকা করার দাবীও তোলেন আশা কর্মীরা। এই জমায়েত থেকে এক আশা কর্মী সোমা দে জানান "স্বাস্থ্য ছাড়াও নানান সরকারি কাজে আমাদের ব্যাবহার করা হয় কিন্তু আমাদের কোনো সুরক্ষা নেই ! আমাদের অবসরের পর কোনও টাকা আমরা পাই না। একেবারে খালি হাতে অবসর নিতে হয়। অবসরের পর সরকার যেন এককালীন ৫ লাখ টাকা এবং পেনশনের ব্যাবস্থা করে  সেই দাবী জানাচ্ছি।''
advertisement
তিনি আরও বলেন, ''আমাদের সামাজিক সুরক্ষা দিতে কর্মরত অবস্থায় মৃত্যুতে এককালীন টাকা এবং একটি চাকরী পরিবারকে দেওয়ার দাবীও জানাচ্ছি। আমরা অক্লান্ত পরিশ্রম করে কি এটাই আমাদের প্রাপ্য ? রাজ্য সরকারের কাছে আমার প্রশ্ন সাড়ে চার হাজার টাকায় কি সংসার চলে? " এদিন জমায়েত থেকে পৌর আশাকর্মীরা হুশিয়ারি দেন এরকম চলতে থাকলে খুব তাড়াতাড়ি সমস্ত কাজ তাঁরা বন্ধ করে দেবেন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
এ বার পথে আশা কর্মীরা, একাধিক দাবি নিয়ে আন্দোলনে পৌর স্বাস্থ্য কর্মীরা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement