NRS কাণ্ডে ফেসবুকে দলীয় নেতৃত্বকেই দুষলেন ফিরহাদ হাকিমের মেয়ে শাব্বা

Last Updated:

পেশায় ডাক্তার শাব্বা ফেসবুক পোস্টে লিখেছেন, 'একজন তৃণমূল কংগ্রেসের সমর্থক হয়েও দলের নেতৃত্বের নিষ্ক্রিয়তায় আমি লজ্জিত৷'

#কলকাতা: এনআরএস-এর অচলাবস্থা কাটাতে নেতৃত্বের ভূমিকার  সমালোচনা করলেন মেয়র ফিরহাদ হাকিমের মেয়ে শাব্বা হাকিম৷ পেশায় ডাক্তার শাব্বা ফেসবুক পোস্টে লিখেছেন, 'একজন তৃণমূল কংগ্রেসের সমর্থক হয়েও দলের নেতৃত্বের নিষ্ক্রিয়তায় আমি লজ্জিত৷'
এনআরএস কাণ্ড নিয়ে মেয়র-কন্যা ফেসবুকে সমালোচনা করে লেখেন, 'এ রাজ্যের সরকারি ও অধিকাংশ বেসরকারি হাসপাতালে আউটডোর বয়কট করেছেন ডাক্তাররা। কিন্তু জরুরি বিভাগে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। মানবিকতার খাতিরেই আমরা অন্য পেশার মতো কাজ বন্ধ করতে পারি না। যদি বাস বা ট্যাক্সি ধর্মঘট হয়, তখন একজন ট্যাক্সি চালক-বাসচালকও আপনাকে পরিষেবা দেবেন না, সে পরিস্থিতি যাই হোক না কেন। যাঁরা বলছেন, অন্য রোগীদের কী দোষ? তাঁরা দয়া করে সরকারকে জিজ্ঞেস করুন, সরকারি হাসপাতালে পুলিশ মোতায়েন থাকলেও তাঁরা কেন ডাক্তারদের নিরাপত্তা দিতে পারলেন না? দয়া করে জিগ্গেস করুন, যখন ২টি ট্রাকে করে গুন্ডারা এল, কেন সঙ্গে সঙ্গে বাড়তি ব্যবস্থা নেওয়া হল না? কেন হাসপাতাল চত্বরে এখনও গুন্ডারা ঘুরে বেড়াচ্ছে? শান্তিপূর্ণভাবে আন্দোলন করার অধিকার রয়েছে আমাদের। নিরাপদে কাজ করার অধিকার রয়েছে আমাদের।
advertisement
advertisement
এরপরই #ProudToBeADoctor #IStandWithNRS দিয়ে শাব্বা লেখেন, 'একজন তৃণমূল সমর্থক হিসেবে নেতৃত্বের নিষ্ক্রিয়তায় লজ্জিত৷'
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
NRS কাণ্ডে ফেসবুকে দলীয় নেতৃত্বকেই দুষলেন ফিরহাদ হাকিমের মেয়ে শাব্বা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement