Arup Biswas: বিদ্যুৎ ক্ষেত্রে ফের দৃষ্টান্ত স্থাপন করল বাংলা, ঘোষণা করলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস

Last Updated:

Arup Biswas: বিদ্যুৎ ক্ষেত্রের কাজে থাকে নানান বিপদের ঝুঁকি। সামান্য ভুল হলেই ঘটতে পারে দুর্ঘটনা।

বিদ্যুৎ দফতরের সাফল্য
বিদ্যুৎ দফতরের সাফল্য
কলকাতা: বিজ্ঞপ্তি জারি করে নিজেদের সাফল্যের কথা জানালেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। বিদ্যুৎ দফতরের সাফল্য – ‘জিরো অ্যাক্সিডেন্টে’র তালিকাভুক্ত ৬ টি এরিয়া অফিস। মুখ্যমন্ত্রীর নির্দেশে এগিয়ে চলেছে বিদ্যুৎ দফতর। দেশের মধ্যে বাংলা বিদ্যুৎক্ষেত্রে প্রতিনিয়ত দৃষ্টান্ত স্থাপন করে চলেছে তাঁরা। এমনই জানান মন্ত্রী।
বিদ্যুৎ ক্ষেত্রের কাজে থাকে নানান বিপদের ঝুঁকি। সামান্য ভুল হলেই ঘটতে পারে দুর্ঘটনা। তাই বিদ্যুৎ বিভাগের মূলমন্ত্র সুরক্ষিত কর্মক্ষেত্র। বিগত দশ বছরে – ২০১৩ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত সারা বাংলা জুড়ে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সংবহন সংস্থার আওতাধীন মোট ২৮ টি এরিয়া অফিসের অন্তর্গত ৭৯ টি সাব-স্টেশনে কোনও রূপ দুর্ঘটনা ঘটেনি।
advertisement
advertisement
এর মধ্যে ৬ টি এরিয়া অফিসের আওতাধীন সবকটি সাব-স্টেশনের একটিতেও কোনরূপ দুর্ঘটনা না ঘটায় এগুলি ‘জিরো অ্যাক্সিডেন্টে’র বা দুর্ঘটনাশূন্য তালিকাভুক্ত হয়েছে। যাদের হাতে অনন্য স্বীকৃতির স্মারক তুলে দিলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস ও বিদ্যুৎ সচিব তথা রাজ্য বিদ্যুৎ সংবহন সংস্থার সিএমডি শান্তনু বসু।
advertisement
এই ছটি এরিয়া অফিস হল, আরামবাগ ৪০০ কেভি এরিয়া অফিস, বেহালা এরিয়া অফিস, হলদিয়া এরিয়া অফিস, হাওড়া এরিয়া অফিস, জলপাইগুড়ি এরিয়া অফিস ও রায়গঞ্জ এরিয়া অফিস। এই কৃতিত্বকে বাহবা জানিয়ে বিদ্যুৎমন্ত্রী এদিন তাঁর বক্তব্যে রাজ্যে নিরবচ্ছিন্ন, উন্নতমানের বিদ্যুৎ সংবহন সর্বদা সুনিশ্চিত করার কথা বলেন।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Arup Biswas: বিদ্যুৎ ক্ষেত্রে ফের দৃষ্টান্ত স্থাপন করল বাংলা, ঘোষণা করলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement