Arpita Mukherjee: ইডির বিশেষ আদালতে অর্পিতা, কড়া নিরাপত্তার ঘেরাটোপে মহিলা লক-আপ-এ, কিছুক্ষণের মধ্যেই শুনানি

Last Updated:
#কলকাতা:  ইডির বিশেষ আদালতে নিয়ে যাওয়া হল অর্পিতাকে, রয়েছে কড়া নিরাপত্তার ঘেরাটোপ। জানা যাচ্ছে, কিছুক্ষণ পরেই শুনানি শুরু হবে। আদালতে অর্পিতাকে নিজেদের হেফাজতে চাইবে ইডি।
সূত্রের খবর, শুধুই ২১ কোটি ২০ লক্ষ নয়, অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ইডি আধিকারিকরা উদ্ধার করে প্রচুর নথি, ডায়েরি, মেলে বৈদেশিক মুদ্রাও। কাজেই,  এই চক্রে কোথাও বিদেশের যোগ আছে কী না, তাআও খতিয়ে দেখছে ইডি।
সোমবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্যপরীক্ষার জন্য জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় অর্পিতা মুখোপাধ্যায়কে। সোমবার সকালেই সিজিও কমপ্লেক্স থেকে অর্পিতাকে নিয়ে জোকার উদ্দেশ্যে রওনা হয় ইডি। হাসপাতালে কড়া নিরাপত্তা ব্যবস্থা, মোতায়েন রয়েছে প্রচুর কেন্দ্রীয় বাহিনী।
advertisement
advertisement
ফ্ল্যাট থেকে 'টাকার পাহাড়' উদ্ধারের পর  শনিবার সকালে আটক করা হয় অর্পিতা মুখোপাধ্যায়ে। বিকেলের পর তাঁকে গ্রেফতার করে ইডি। রবিবার দুপুরে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয় পেশায় অভিনেত্রী-মডেল-নেল পার্লারের মালকিন অর্পিতাকে। দুর্নীতির মামলায় আদালতে অর্পিতার শুনানি শেষে  রায় স্থগিত রাখা হয়। আজ ফের আদালতে পেশ করা হবে তাঁকে।
advertisement
শুক্রবার রাত থেকেই কলকাতা শহরে একটাই নাম ঘুরে ফিরে আসছে...অর্পিতা মুখোপাধ্যায়। কলকাতাকে 'টাকার পাহাড়' দেখালেন পেশায় মডেল-অভিনেত্রী অর্পিতা! শুক্রবার সন্ধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের কাছে হরিদেবপুরের ডায়মন্ড সিটি সাউথের আবাসনের বিছানা ও আলমারি থেকে উদ্ধার হয় ২০ কোটি টাকা। ২০ টি আইফোনও উদ্ধার করে ইডি, পাওয়া যায় বিপুল সোনা ও বৈদেশিক মুদ্রাও।
advertisement
শনিবার বিকেলে সেই টাকার অঙ্ক ছাপাল ২১ কোটি! সেই টাকা গুনতে ব্যাঙ্ককর্মীদের সাহায্য নেওয়া হয়। আনা হয় টাকা গোনার যন্ত্রও। অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে টাকা উদ্ধারের পরে তা নিয়ে যাওয়ার জন্য ট্রাক পাঠাল আরবিআই! সেই ট্রাক ভর্তি সারি সারি ট্রাঙ্ক! সে ট্রাঙ্কে বোঝাই করা হচ্ছে কোটি কোটি টাকা। প্রত্যক্ষদর্শিরা নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না, এ যেন সিনেমা...!
advertisement
এরপরই, শনিবার বিকেল নাগাদ টালিগঞ্জের বাড়ি থেকে অর্পিতাকে তুলে নিয়ে যায় ইডি আধিকারিকরা। আবাসনের বাইরে তখন উপচে পড়েছে সাংবাদিক-চিত্রগ্রাহক-পুলিশ-কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে সাধারণ মানুষের ভিড়! সবার মুখে একটাই প্রশ্ন, ''অর্পিতা টাকা কার?'' উত্তরে চিৎকার করে '২১ কোটির মালকিন' বলেন, ''আমি কোনও অন্যায় করিনি, ফাঁসানো হয়েছে''! রবিবার অবশ্য সুর পালটে যায় খানিক, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘আইনের উপর আস্থা রয়েছে।’’
advertisement
রবিবার সকালে মেডিক্যাল পরীক্ষার জন্য অর্পিতা মুখোপাধ্যায়কে প্রথমে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে, সেখান থেকে দুপুর নাগাদ পেশ করা হয় ইডির বিশেষ আদালতে। তাঁকে এক দিনের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। রবিবার ব্যাঙ্কশাল আদালত থেকে সিজিও কমপ্লেক্সে অর্পিতাকে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। অর্পিতা যে গাড়িতে বসেছিলেন, সেটি দুর্ঘটনার মুখে পড়ে। গুরুতর না হলেও আহত হন অর্পিতা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Arpita Mukherjee: ইডির বিশেষ আদালতে অর্পিতা, কড়া নিরাপত্তার ঘেরাটোপে মহিলা লক-আপ-এ, কিছুক্ষণের মধ্যেই শুনানি
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement