Kolkata Scam: অর্পিতার জামিন! এবার আঁটঘাট বেঁধে নামল সিবিআই! এরপর কে? নিয়োগ দুর্নীতি তদন্তে মেগা মোড়

Last Updated:

Scam CBI: পার্থ চট্টোপাধ‍্যায়ের পর এবার 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ ভদ্র! প্রাথমিক দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণকে কি নিজেদের হেফাজতে নিতে চাইছে সিবিআই? সূত্রের দাবি, আজ মঙ্গলবার বিশেষ সিবিআই আদালতে সুজয়কৃষ্ণ ভদ্রকে আদালতে পেশ করার (প্রোডাকশন ওয়ারেন্ট) আবেদন জানাবে সিবিআই।

সিবিআই। সংগৃহীত ছবি।
সিবিআই। সংগৃহীত ছবি।
কলকাতাঃ পার্থ চট্টোপাধ‍্যায়ের পর এবার ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্র! প্রাথমিক দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণকে কি নিজেদের হেফাজতে নিতে চাইছে সিবিআই? সূত্রের দাবি, আজ মঙ্গলবার বিশেষ সিবিআই আদালতে সুজয়কৃষ্ণ ভদ্রকে আদালতে পেশ করার (প্রোডাকশন ওয়ারেন্ট) আবেদন জানাবে সিবিআই। এমনকি ইডির হাতে গ্রেফতার শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও আদালতে পেশের আবেদন করতে পারে সিবিআই। মঙ্গলবার বিচার ভবনে সুজয় ভদ্র ও শান্তনুকে পেশ করতে নির্দেশ আদালতের।
উল্লেখ‍্য, মঙ্গলবারই সন্তু গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করেছে সিবিআই, তার সঙ্গেও কালীঘাটের কাকুর যোগ রয়েছে বলে সিবিআই জানতে পারেছে প্রাথমিক তদন্তে।
আরও পড়ুনঃ দার্জিলিং-সিকিম নয়, শীতের সময় এই জায়গা যেন ‘স্বর্গ’! খুব কম খরচ, চিনতে পারছেন?
প্রসঙ্গত, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে আদালতে হাজির করাতে চেয়ে সোমবার আবেদন করে সিবিআই। একইসঙ্গে হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও আদালতে হাজির করানোর আবেদন জানানো হয়। এরপর মঙ্গলবার সিবিআইয়ের বিশেষ আদালতে তাঁদের হাজির করানো হবে। তদন্তের স্বার্থে ওই দু’জনকে নিজেদের হেফাজতে চাইতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Scam: অর্পিতার জামিন! এবার আঁটঘাট বেঁধে নামল সিবিআই! এরপর কে? নিয়োগ দুর্নীতি তদন্তে মেগা মোড়
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement