Arpita Mukherjee: ব্যাগে, প্লাস্টিকের প্যাকেটে ভরে কোটি কোটি টাকা, অর্পিতার ফ্ল্যাটের শৌচাগার দেখে হতবাক ইডি-ও
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
জেরায় অর্পিতা জানিয়েছেন, মাঝেমধ্যে তাঁর বাড়িতে আসতেন স্বয়ং পার্থ চট্টোপাধ্যায়ও। তবে যে ঘরে টাকা রাখা রয়েছে, সেই ঘরে তার ঢোকার অনুমতি ছিল না বলে জানিয়েছেন অর্পিতা
#কলকাতা: ইডি সূত্রে জানা যায়, শুধু ওয়াড্রোব থেকে নয়, টাকা উদ্ধার হয়েছে ওই ফ্ল্যাটের শৌচাগার থেকেও। সেখানে ব্যাগে, প্লাস্টিকের প্যাকেটে ভরে রাখা ছিল ওই টাকা। একই সঙ্গে জানা গিয়েছে, ওই ফ্ল্যাট থেকে যা সোনা উদ্ধার হয়েছে, তাতে গয়নার থেকে বার বেশি।
শুক্রবার রাত থেকে কলকাতা শহরে চলছে 'টাকার খেলা'! টালিগঞ্জের একটি আবাসনে তল্লাশি চালিয়ে ইডি আধিকারিকরা উদ্ধার করেছিলেন ২১ কোটি! সেই শুরু! তারপর থেকে টাকা উদ্ধার হয়েই চলেছে! যেন ভানুমতির খেলা! অর্পিতার একাধিক বাড়িতে তল্লাশি চালিয়ে একের পর এক টাকার পাহাড় আবিষ্কার করছে ইডি!
অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ২৭ কোটি ৯০ লক্ষের মতো টাকা। এখানেই শেষ নয়, উদ্ধার হয়েছে ৪.৩১ লাখের সোনা। বুধবার দুপুরে বেলঘরিয়ার ওই ফ্ল্যাটের তালা ভেঙে ঢোকে ইডি। উদ্ধার করা টাকা গুনতে গুনতে পার ১৯ ঘণ্টা। বুধবার দুপুর থেকে শুরু করে বৃহস্পতিবার ভোর ৪টে পর্যন্ত চলে তল্লাশি অভিযান। ইডি সূত্রে জানা যায়, এই বিপুল পরিমাণ টাকা সযত্নে রাখা ছিল ২০০০ আর ৫০০-র নোটের বান্ডিলে। কিছু বান্ডিলে ছিল ২০০-র নোটের ৫০ লাখ। বাকি বান্ডিল ছিল ২০ লাখের। সেখানে প্রতিটা নোট ছিল ২০০-র। ৪.৩১ লাখের সোনার মধ্যে মিলেছে ১ কেজি সোনার ৩টে বার, ৫০০ গ্রাম ওজনের ৬টা কঙ্কন! মিলেছে আরও নানাবিধ সোনার গয়না, উদ্ধার একটি সোনার পেন-ও। সব মিলিয়ে প্রায় ৩২ কোটির সম্পত্তি।
advertisement
advertisement
টালিগঞ্জ আর বেলঘরিয়া দুটো ফ্ল্যাট মিলে ৫০ কোটি টাকা! বাংলাজুড়ে এখন একটাই বিষয় পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়। আর অর্পিতার একাধিক ঠিকানা থেকে উদ্ধার হওয়া কোটি কোটি টাকার পাহাড়। সেইসঙ্গে লাগামহীন সম্পত্তির নিত্যদিন সামনে আসা। এই পরিস্থিতিতে ইডি সূত্রে সামনে এল একের পর এক বিস্ফোরক তথ্য। সূত্রের খবর, টানা জেরায় অর্পিতা স্বীকার করেছেন, তাঁর বাড়িতে যে যে টাকা উদ্ধার হচ্ছে, সমস্তটাই পার্থ চট্টোপাধ্যায়ের টাকা। সেই টাকা নাকি অর্পিতার ফ্ল্যাটে রেখে যেতেন পার্থরই 'লোকজন'!
advertisement
শুধু তাই নয়, জেরায় অর্পিতা জানিয়েছেন, মাঝেমধ্যে তাঁর বাড়িতে আসতেন স্বয়ং পার্থ চট্টোপাধ্যায়ও। তবে যে ঘরে টাকা রাখা রয়েছে, সেই ঘরে তার ঢোকার অনুমতি ছিল না বলে জানিয়েছেন অর্পিতা। অর্পিতা মুখোপাধ্যায় আরও জানান, আমি জানতাম না এত টাকা আছে ফ্ল্যাটে। ইডি সূত্রে খবর, শুরুর দিকে অসহযোগিতা করলেও এখন তদন্তে অনেকটাই সহযোগিতা করছেন অর্পিতা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 28, 2022 2:11 PM IST