Arpita Mukherjee life in jail: রাতে না খেয়েই ঘুম, জেলে থম মেরে গিয়েছেন অর্পিতা! অনুশোচনা নয়, মত মনোবিদের

Last Updated:

বিশেষ নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা, তদন্ত প্রয়োজনে ইডি তদন্তকারীরা যাবেন আলিপুর সংশোধনাগারে 

অর্পিতা মুখোপাধ্যায়
অর্পিতা মুখোপাধ্যায়
#কলকাতা: ইডি-র হাতে গ্রেফতার হওয়ার পর মেডিক্যাল টেস্ট করানোর সময় হাউমাউ করে কান্নাকাটি করেছেন৷  তবু ইডি হেফাজতে থাকাকালীন কিছু আবদার করার সুযোগ মিলছিল৷ তখনও কয়েদির তকমা লাগেনি গায়ে৷
কিন্তু শুক্রবার আলিপুর মহিলা সংশোধনাগারে বন্দি হিসেবে পা দেওয়ার পর জোরাবো মানসিক ধাক্কা খেয়েছিলেন তিনি৷ সম্ভবত সেই কারণেই রাতে কিছু না খেয়েই ঘুমিয়ে পড়লেন অর্পিতা৷ যদিও সকাল থেকে কিছুটা ধাতস্থ হয়ে ওঠেন তিনি৷
আলিপুর জেল সূত্রে খবর, এ দিন সকালে উঠে চা বিস্কুট খেয়েছেন অর্পিতা৷ পরে প্রাতঃরাশ মধ্যাহ্নভোজও সেরেছেন তিনি৷ দুপুরে খেয়েছেন ভাত, ডাল এবং সব্জি৷ তবে নতুন  পরিবেশে গিয়ে বেশ কিছুটা থম মেরে গিয়েছেন অর্পিতা৷ প্রায় কারও সঙ্গে কথাই বলছেন না৷ চুপচাপই নিজের মতো রয়েছেন বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত অর্পিতা৷ আলিপুর জেল সূত্রে খবর, বাইরের কোনও জিনিসই পাবেন না তিনি৷ থাকতে হবে সাধারণ আর পাঁচজন বন্দির মতোই৷
advertisement
advertisement
যদিও অর্পিতার এই আচরণগত পরিবর্তন কৃতকর্মের অনুশোচনা বলে মানতে নারাজ মনোবিদরা৷ মনোবিদ হিরন্ময় সাহা বলেন, 'জেলে গেলেই কারও মানসিকতায় বদল আসবে, এমনটা ভাবার কোনও কারণ নেই৷ দাগী আসামীরা তো বহুবার জেলে যায়৷ এরা দিনের পর দিন সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ লুট করেছে৷ যদিও মানসিক পরিবর্তন হওয়াই হতো, তাহলে তা অনেক দিন আগেই হয়ে যেত৷ বরং জেলে গিয়ে এই ধরনের মানুষ কী ভাবে বদলা নেবে, তা ভাবতে থাকে৷'
advertisement
শুক্রবার আদালতে শুনানি চলাকালীনই  অর্পিতার প্রাণ সংশয়ের আশঙ্কা প্রকাশ করেছিলেন তাঁর আইনজীবী৷  একই আশঙ্কা প্রকাশ করেছিলেন ইডি-র আইনজীবীও৷  অর্পিতার উপরে বিশেষ নজর রাখার নির্দেশ দেন বিচারকও৷ সেই মতো অর্পিতার উপর নজর রাখতে বাড়তি নিরাপত্তারও ব্যবস্থা করা হয়েছে৷
advertisement
ইডি  সূত্রে খবর, মহিলা অফিসার নিয়েখুব দ্রুত তদন্তর প্রয়োজনে আলিপুর সংশোধনাগারে যাবেন তারা। সেখানেই অর্পিতাকে জেরা করা হবে৷ কারণ অর্পিতার ফ্ল্যাট থেকে যে কোটি কোটি টাকা পাওয়া গিয়েছে,  সেই টাকা কার এবং তার উৎস জানাই লক্ষ্য ইডি-র? কারণ এখনও পর্যন্ত অর্পিতা এবং পার্থ দু' জনেই দাবি করেছেন, ওই টাকা তাঁদের নয়৷
advertisement
পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রেই বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত ছিলেন অর্পিতা৷ বিপুল পরিমাণ সম্পত্তির অধিকারী হয়ে ওঠেন তিনি৷ অন্তত এমনই মত ইডি কর্তাদের৷ বিলাসবহুল ফ্ল্যাট, গাড়ি, অলঙ্কার কোনও কিছুরই অভাব ছিল না৷ প্রথমে ইডি-র হাতে গ্রেফতারি তার পরে আলিপুর মহিলা সংশোধনাগারে এসে সেই জীবনে আপাতত ইতি পড়ল৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Arpita Mukherjee life in jail: রাতে না খেয়েই ঘুম, জেলে থম মেরে গিয়েছেন অর্পিতা! অনুশোচনা নয়, মত মনোবিদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement