Arpita Mukherjee: জেলে থাকতেই বিরাট ক্ষতি হয়ে গেল অর্পিতা মুখোপাধ্যায়ের! ভাসলেন কান্নায়, কোথায় গেলেন হঠাৎ?

Last Updated:

Arpita Mukherjee: বৃহস্পতিবার দুপুরের পর অর্পিতাকে জেল থেকে বের করা হয়। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় বেলঘরিয়ায় বাড়িতে। গোটা পথ শোকে মূহ্যমান ছিলেন তিনি।

কী হল অর্পিতার?
কী হল অর্পিতার?
কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে জেলে থাকা অর্পিতা মুখোপাধ্যায়ের প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেছে আদালত। মায়ের মৃত্যুর কারণে বিশেষ আদালত বৃহস্পতিবার অর্পিতাকে প্যারোলে মুক্তির নির্দেশ দিয়েছে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেই গ্রেফতার হয়েছিলেন অর্পিতা। অবশেষে মায়ের মৃত্যুর কারণে প্যারোলে মুক্তি পেলেন তিনি।
বৃহস্পতিবার দুপুরের পর অর্পিতাকে জেল থেকে বের করা হয়। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় বেলঘরিয়ায় বাড়িতে। গোটা পথ শোকে মূহ্যমান ছিলেন তিনি। যখন গ্রেফতার হয়েছিলেন, তখনও বাড়ির কথা, মায়ের কথা ভেবেই শুরুর দিকে কান্নাকাটি করতেন অর্পিতা। শেষমেশ সেই মায়ের মৃত্যুর কারণেই প্যারোলে মুক্তি পেলেন তিনি।
advertisement
advertisement
২০২২ সালের ২৩ জুলাই গ্রেফতার হয়েছিলেন রাজ্যের তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তাঁদের গ্রেফতার করেছিল। সে দিন অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দিয়ে প্রচুর টাকা উদ্ধার করে ইডি। টালিগঞ্জের ফ্ল্যাট থেকে ২১ কোটি ৯০ লক্ষ টাকা ও বেলঘড়িয়ার ফ্ল্যাট থেকে ২৭ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার করে ইডি। একই সঙ্গে উদ্ধার হয় প্রচুর বিদেশি মুদ্রা এবং সোনার গয়নাও। সঙ্গে ৫ কোটি ৮ লাখ টাকার গয়না উদ্ধার হয়েছিল। মিলেছিল সাতটি ভিন দেশের মুদ্রাও।
advertisement
গ্রেফতারির পর কেটে গিয়েছে দু বছরের বেশি সময়। নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে তাঁদের বিরুদ্ধে তদন্ত করছে আর এক কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। পার্থ এবং অর্পিতা দুজনেই বর্তমানে জেলে বন্দি। তাঁদের বিরুদ্ধে মামলা এখনও আদালতে বিচারাধীন। সূত্রের খবর, বেলঘরিয়াতে থাকতেন অর্পিতার মা। তাঁর মৃত্যু হয়েছে। তাই তাঁর অন্ত্যেষ্টি ও পারলৌকিক ক্রিয়ায় যোগদানের জন্য মেয়ে অর্পিতার প্যারোল মঞ্জুর করেছে আদালত।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Arpita Mukherjee: জেলে থাকতেই বিরাট ক্ষতি হয়ে গেল অর্পিতা মুখোপাধ্যায়ের! ভাসলেন কান্নায়, কোথায় গেলেন হঠাৎ?
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement