Aroop Biswas bhai Phota: ফোঁটা দিচ্ছেন নুসরত, শঙ্খ বাজাচ্ছেন সায়নী! বৃদ্ধাশ্রমে জমজমাট ভাইফোঁটা মন্ত্রী অরূপের, আর কে ছিলেন অনুষ্ঠানে? বিরাট চমক!

Last Updated:

Aroop Biswas bhai Phota: টালিগঞ্জের নবনীড় বৃদ্ধাশ্রমে ভাইফোঁটা নিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। প্রতি বছরের মতো এ বছরও এই বৃদ্ধাশ্রমের আবাসিকদের থেকে ফোঁটা নেবেন তিনি। ভাই ফোঁটার এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের একাধিক তারকা।

ফোঁটা দিচ্ছেন নুসরত, শঙ্খ বাজাচ্ছেন সায়নী! বৃদ্ধাশ্রমে জমজমাট ভাইফোঁটা মন্ত্রী অরূপের, আর কে ছিলেন অনুষ্ঠানে? বিরাট চমক!
ফোঁটা দিচ্ছেন নুসরত, শঙ্খ বাজাচ্ছেন সায়নী! বৃদ্ধাশ্রমে জমজমাট ভাইফোঁটা মন্ত্রী অরূপের, আর কে ছিলেন অনুষ্ঠানে? বিরাট চমক!
কলকাতা: টালিগঞ্জের নবনীড় বৃদ্ধাশ্রমে ভাইফোঁটা নিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। প্রতি বছরের মতো এ বছরও এই বৃদ্ধাশ্রমের আবাসিকদের থেকে ফোঁটা নেবেন তিনি। ভাই ফোঁটার এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের একাধিক তারকা।
এই বিশেষ ভাইফোঁটার অনুষ্ঠানে একেবারে অন‍্য মেজাজে ধরা দিলেন তৃণমূল নেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষ। দিব‍্যি শঙ্খ বাজালেন ভাইফোঁটা দিলেন তিনি। ভাইফোঁটার অনুষ্ঠানে দেখা গেল তৃণমূল নেত্রী এবং অভিনেত্রী জুন মালিয়াকেও।
advertisement
advertisement
উপস্থিত ছিলেন অভিনেত্রী নুসরত জাহান এবং কৌশানি মুখোপাধ‍্যায়। অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুকেও দেখা গেল ভাইফোটার অনুষ্ঠানে। অরূপকে ফোঁটা দিলেন সায়নী, জুন, সৌমিতৃষারাও।
বেশ কয়েকবছর ধরেই টালিগঞ্জের নবনীড় বৃদ্ধাশ্রমে ভাইফোঁটার উত্‍সব পালনে সামিল হন রাজ‍্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। বিগত বছর গুলিতেও এই ভাইফোঁটা হয়ে উঠেছিল তারকা খচিত। টলিউড তারকাদের উপস্থিতিতে এবারের ভাইফোঁটাও জমজমাট নবনীড়ে। খুশিতে মেতে উঠলেন আবাসনের বৃদ্ধারা। একমুখ হাসি নিয়ে মন্ত্রীকে ফোঁটা দিলেন তাঁরা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Aroop Biswas bhai Phota: ফোঁটা দিচ্ছেন নুসরত, শঙ্খ বাজাচ্ছেন সায়নী! বৃদ্ধাশ্রমে জমজমাট ভাইফোঁটা মন্ত্রী অরূপের, আর কে ছিলেন অনুষ্ঠানে? বিরাট চমক!
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement