জেলে বসেই সেট পাশ করলেন প্রাক্তন মাওবাদী নেতা, গবেষণা করতে চান তিনি

Last Updated:

জেলে বসেই স্টেট এলিজিবিলিটি টেস্ট(সেট)-এ সফলভাবে উত্তীর্ণ হলেন প্রাক্তন মাওবাদী নেতা অর্ণব দাম

#কলকাতা: নজির গড়লেন প্রাক্তন মাওবাদী নেতা অর্ণব দাম ওরফে বিক্রম ৷ এর আগে জেলে বসে কেউ এত বড় পরীক্ষায় সফল হননি ৷ জেলে বসেই স্টেট এলিজিবিলিটি টেস্ট(সেট)-এ সফলভাবে উত্তীর্ণ হলেন তিনি ৷ এক সময় খড়গপুর আইআইটি-র ছাত্র ছিলেন তিনি ৷ মেধাবী ছাত্র বলেও পরিচিত ছিলেন অর্ণব ৷ পড়তে পড়তেই ১৯৯৮ সালে যোগ দিয়েছিলেন মাওবাদীতে ৷
শোনা যায়, এরপর থেকে একাধিক আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়েন তিনি ৷ একাধিক হামলাও করেছেন ৷ ২০১২-তে ধরা পড়ে যান অর্ণব ৷ জেলে যান ৷ তারপর থেকেই বিদ্রোহের পথ ছেড়ে উচ্চশিক্ষায় মন দেন অর্ণব ৷ জেল থেকেই স্নাতক হন ৷ জেল কর্তৃপক্ষকে জানিয়েছিলেন, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট(নেট)-এ বসতে চান তিনি ৷ কিন্তু কোনও কারণে তা সম্ভব না হওয়ায় সেট পরীক্ষা দেন তিনি ৷ সফলও হন ৷ এবার গবেষণা করতে চান অর্ণব ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
জেলে বসেই সেট পাশ করলেন প্রাক্তন মাওবাদী নেতা, গবেষণা করতে চান তিনি
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement