App Cab: সপ্তাহের প্রথমেই ক্যাব দুর্ভোগ, ৫ দফা দাবিতে কলকাতায় অ্যাপ ক্যাব চালকদের মিছিল
- Reported by:Rounak Dutta Chowdhury
- news18 bangla
- Published by:Debolina Adhikari
Last Updated:
এই দাবিগুলি নিয়েই এইদিন সাইনসিটি মোড় থেকে ম্যাংগোলেন পরিবহন দফতর পর্যন্ত মিছিল করছেন তাঁরা।
কলকাতা: সপ্তাহের প্রথম কাজের দিনেই সমস্যা৷ একাধিক দাবিতে ৯ ডিসেম্বর, সোমবার আজ পথে নেমেছে অ্যাপ ক্যাব চালক এবং মালিক সংগঠন।
বেশ কয়েক দফা দাবিতে পথে নেমেছে তাঁরা৷ তাঁদের দাবিগুলো হল-
১.ওলা উবেরের ভাড়া বৃদ্ধি করতে হবে৷
advertisement
২.মা ফ্লাইওভারে গাড়ি খারাপ হয়ে গেলে ফাইন করার নির্দেশিকা তুলে নিতে হবে।
৩.ওলা, উবেরের সঙ্গে সংযুক্ত যেসব বাইকগুলি সাদা নাম্বর প্লেট নিয়ে এখনও যাত্রী পরিষেবা দিচ্ছে, তাঁদের আইডিগুলোকে ব্লক করতে হবে।
৪. অ্যাপ চালকদের বিরুদ্ধে পুলিশের হয়রানি বন্ধ করতে হবে
advertisement
৫.স্টেশন চত্বরেও দালাল বাজি বন্ধ করতে হবে। স্টেশনে গাড়ি রাখলে ফাইন করা বন্ধ করতে হবে।
মূলত, এই দাবিগুলি নিয়েই এইদিন সাইনসিটি মোড় থেকে ম্যাংগোলেন পরিবহন দফতর পর্যন্ত মিছিল করছেন তাঁরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 09, 2024 2:17 PM IST










