Sagardighi By Election: দলের বড় নেতাদের 'অপকর্ম'কে কটাক্ষ, সাগরদিঘির হারের 'ব্যাখ্যা' দিলেন অপরূপা!

Last Updated:

যদিও গোটা পোস্টটাই ব্যক্তিগত মত হিসাবে উল্লেখ করেছেন তিনি। তবে সাংসদের এই বক্তব্য নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ তার দল।

কলকাতা: সাগরদিঘি উপনির্বাচনে হার নিয়ে এমনিতেই যথেষ্ট অস্বস্তিতে রয়েছে তৃণমূল কংগ্রেস। এবার সেই অস্বস্তি আরও বাড়িয়ে দিলেন দলেরই এক সাংসদ। সাগরদিঘির হারের কারণ ব্যাখ্যা করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অপরূপা পোদ্দার। আরামবাগের সাংসদ সোশ্যাল মিডিয়া পোস্টে আক্রমণ শানালেন নিজেরই দলের কিছু বড় মন্ত্রীর 'অপকর্মে'র বিরুদ্ধে।
আরামবাগের তৃণমূল কংগ্রেস সাংসদ লিখেছেন, '২০২১ সালের বিধানসভা নির্বাচনে, যখন সিপিএম কংগ্রেস একটি আসনও পায়নি, তখন উভয়দলই তাদের বক্তব্য দিয়েছিল যে, আইএসএফ একটি সাম্প্রদায়িক দল, যার কারণে আমরা হাত মিলিয়ে হেরেছি। আজ তারা বলছে নওশাদ সিদ্দিকির কারণে প্রভাব পড়েছে সাগরদিঘি বিধানসভা নির্বাচনে। আজ সারা ভারতে একজনই নেতা আমাদের দিদি মমতা ব্যানার্জি। রাজনীতি জানেন। তিনি একাই যথেষ্ট। আমরা সবাই তার নামে নির্বাচন জিতেছি। সাগরদিঘিতে দলেরই মীরজাফর একাই সাইট গোল করেছে? দলের কিছু বড় মন্ত্রীর অপকর্মের কারণে আমাদের লাল কার্ড দেখতে হয়েছে এবং মাঠের বাইরে আছে এবং কিছু বড় নেতা এখনও তাঁরা যে বক্তব্য দিচ্ছেন, তাতে দলের অনেক ক্ষতি হচ্ছে, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় কথা, তার আদর্শ অনুসরণ করুন, তাঁর পদ্ধতি অনুসরণ করুন। দল অনেক দূর এগিয়ে যাবে।"
advertisement
advertisement
যদিও গোটা পোস্টটাই ব্যক্তিগত মত হিসাবে উল্লেখ করেছেন তিনি। তবে সাংসদের এই বক্তব্য নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ তার দল।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sagardighi By Election: দলের বড় নেতাদের 'অপকর্ম'কে কটাক্ষ, সাগরদিঘির হারের 'ব্যাখ্যা' দিলেন অপরূপা!
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement