Aparajita Bill: নজরে বিধানসভা, ঘোষণা মাফিক আজ পেশ হচ্ছে ধর্ষণ বিরোধী কড়া বিল
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Aparajita Bill In West Bengal Assembly: বিলে ভারতীয় ন্যায় সংহিতা আইনের কিছু অংশও সংশোধন করা হয়েছে রাজ্যের পক্ষ থেকে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: আরজি কর কাণ্ডের জেরে বিধানসভায় পেশ হওয়া বিলের নাম দেওয়া হয়েছে, ‘দ্য অপরাজিতা ওমেন অ্যান্ড চাইল্ড বিল ২০২৪’। এই বিলে ধর্ষণ সংক্রান্ত মামলার সংবাদ পরিবেশনের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। বিলে পরিষ্কার করে বলা হয়েছে, কোনও ধর্ষণ বা শিশুদের উপর নির্যাতনের ঘটনার খবর পুলিশের কাছে আসার ২১ দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে। যদি তদন্তের কাজ অসম্পূর্ণ থাকে সেক্ষেত্রে সর্বাধিক ১৫ দিন সময় অতিরিক্ত দেওয়া যেতে পারে। এই অনুমতি দেবেন পুলিশ সুপার পদমর্যাদার কোনও আধিকারিক। আদালতে চার্জশিট পেশের ৩০ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে।

advertisement
বিলের শাস্তির বিধান হিসেবে বলা হয়েছে, যে কোনও ধর্ষণের ক্ষেত্রে শাস্তি সারা জীবন কারাদণ্ড, মৃত্যু ও জরিমানা। ধর্ষণ করে খুনের মামলায় শাস্তি ফাঁসি ও জরিমানা। গণধর্ষণের ক্ষেত্রে শাস্তি যাবজ্জীবন জেল, মৃত্যুদণ্ড ও জরিমানা। একাধিকবার ধর্ষণের ঘটনায় জড়িত থাকলে শাস্তি যাবজ্জীবন জেল ,মৃত্যুদণ্ড ও জরিমানা। ধর্ষিতার নাম পরিচয় কেউ প্রচার করলে জমিন অযোগ্য ধারায় তাকে গ্রেফতার করা হবে। শাস্তি তিন থেকে পাঁচ বছরের জেল। শুনানি চলার সময় আদালতের অনুমতি না নিয়ে কেউ তা প্রচার করলে জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা হবে ৷ সেক্ষেত্রে শাস্তি- হবে তিন থেকে পাঁচ বছরের জেল। এর জন্য বিশেষ আদালত গঠন করার কথাও বলা হয়েছে নয়া বিধানে।
advertisement
শুধু দোষী ব্যক্তির শাস্তি নয়, বিচার প্রক্রিয়া নিয়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রেও হয়েছে নয়া বিধান। বিচার প্রক্রিয়া নিয়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে পরিষ্কার বলা হয়েছে, আদালতের অনুমতি ছাড়া শুনানির সময় কোনও সংবাদ পরিবেশন করা যাবে না। যদি কেউ তা করে থাকে, তবে জামিন অযোগ্য ধারায় তাকে গ্রেফতার করে মামলা করা যেতে পারে। নয়া আইনে ধর্ষণ, গণধর্ষণ নারী ও শিশুদের উপর যে কোনও ধরণের শারীরিক নিগ্রহের ক্ষেত্রে জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা হবে। ভারতীয় ন্যায় সংহিতাতে শাস্তির যে বিধান রয়েছে, তাও বাড়ানো হয়েছে রাজ্যের তৈরি নয়া আইনে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 03, 2024 9:14 AM IST