হোম /খবর /কলকাতা /
'এই সংগঠন নিয়ে কিছুই হবে না', সুকান্ত, অমিতাভকে ফের তীব্র আক্রমণ অনুপমের!

'এই সংগঠন নিয়ে কিছুই হবে না', সুকান্ত, অমিতাভকে ফের তীব্র আক্রমণ অনুপমের!

অনুপমের নিশানায় সুকান্ত

অনুপমের নিশানায় সুকান্ত

Anupam Hazra: অনুপম হাজরা বলেন, "রাজ্য বিজেপির সভাপতির মধ্যে ব্যক্তিত্ব থাকার প্রয়োজন। কিন্তু ওনার তা নেই। সভাপতি যদি 'সংগঠন বাবু'র কথায় ওঠেন বসেন তাহলেই মুশকিল।''

  • Share this:

#নয়াদিল্লি: কোনও রাখঢাক নয়, একবারে সরাসরি দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা। সুকান্তর 'ব্যক্তিত্ব নেই', এমনকি তিনি দলের রাজ্য সাধারণ সম্পাদক(সংগঠন)অমিতাভ চক্রবর্তীর কথায় চলেন বলেও মন্তব্য করেছেন তিনি। দলের রাজ্য সংগঠনের নেতাদের সমালোচনার পাশাপাশি দলের ভবিষ্যতবাণীও করে দিয়েছেন অনুপম। তাঁর সেই ভবিষ্যতবাণীকে বিজেপির জন্য অশণী সঙ্কেত বলে মনে করা হচ্ছে। অনুপমের মতে, বর্তমানে দলের সংগঠন যেভাবে চলছে, তাতে বিধানসভায় ২০০ আসন পাওয়ার স্লোগান ভুলে গিয়ে সেই ৭৭-এ আটকে থাকতে হবে বলেও মনে করছেন অনুপম।

আরও পড়ুন: প্রাথমিক দুর্নীতিতে সিবিআই তদন্তই, মানিকেও বহাল একই রায়! হাই কোর্টে রাজ্যের বিপর্যয়

আজ দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অনুপম হাজরা বলেন, "যেভাবে সংগঠন চলছে, 'অবকি বার দুশো পার' স্লোগান আগে যেমন ৭৭ আসনেই আটকে গিয়েছে, আবারও সেটাই হবে। এই সংগঠন দিয়ে কিছুই হবে না। এরপরেও যদি কখনও ক্ষমতায় আসে, তাহলে বুঝতে হবে সাধারণ মানুষের তৃণমূলের প্রতি বিতৃষ্ণার জন্য ক্ষমতায় এসেছে, বিজেপির সংগঠনের কারণে নয়।" বৈদিক ভিলেজ রিসর্টে দলের তিনদিনের চিন্তন শিবিরে আমন্ত্রণ না জাননো নিয়ে অনুপম বলেন, সেখানে উপস্থিত থাকতে পারলে দলের ভুলত্রুটি তুলে ধরতেন তিনি। সেই কারণেই তাঁকে ডাকা হয়নি। একইসঙ্গে অনুপম হাজরা বলেন, "ক'দিন আগে বীরভূমের বোলপুরে বহিরাগত ৫০ জনকে এনে বাইক মিছিল করা হয়েছে। কিন্তু, বোলপুর আমার এলাকা হলেও আমাকে জানানোরও প্রয়োজন মনে করা হয়নি।"  মূলত এদিন তাঁর ক্ষোভের লক্ষ্য ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

আরও পড়ুন: জমা পড়েছে রিপোর্ট, পরিস্থিতি ভাল নয়, শুরু হল বন্দরের রাস্তা সংস্কারের কাজ!

তিনি বলেন, "রাজ্য বিজেপির সভাপতির মধ্যে ব্যক্তিত্ব থাকার প্রয়োজন। কিন্তু ওনার তা নেই। সভাপতি যদি 'সংগঠন বাবু'র কথায় ওঠেন বসেন তাহলেই মুশকিল। আর তাই হচ্ছে।" চিন্তন শিবিরে ডাক না পাওয়ায় দলের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। গতকাল তিনি বলেন,  "আমার কাছে কোনও আমন্ত্রণপত্র আসেনি। কেন আসেনি, বাংলায় দলের পদাধিকারীরা সে সম্পর্কে ব্যাখা দিতে পারবেন। যিনি আমন্ত্রণের দায়িত্বে ছিলেন, তিনিই এ বিষয়ে বিস্তারিত ব্যাখা দিতে পারবেন। আমি এই বিষয়ে কিছুই জানি না। আমি বিষয়টি টিভিতে দেখলাম।"

তিনি আরও বলেন,  "দলে ক্ষোভ-বিক্ষোভ নিয়ে অনেকদিন ধরেই কথা হচ্ছে। আমার মনে যা ছিল, আমি সময়ে সময়ে জানিয়েছি। বাকিরা প্রকাশ করবেন, না মনে রখে দেবেন, সেটা তাঁদের ব্যাপার।" আমন্ত্রণ পাওয়ার পরেও কেন সেই সমস্ত নেতারা উপস্থিত হননি, তা দেখা উচিত বলে মনে করেন অনুপম হাজরা।

Published by:Suman Biswas
First published:

Tags: Anupam Hazra, Bengal BJP, Sukanta Majumdar