Anupam Hazra: "কৌরবদের মধ্যেও পাওয়া গেলে...", অর্জুন প্রসঙ্গেই কি ইঙ্গিতপূর্ণ পোস্ট অনুপমের? যা লিখলেন
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Anupam Hazra: পাট বৈঠক-সহ বেশ কিছু ইস্যুতে সম্প্রতি বেসুরো সুরে বাজছিলেন অর্জুন সিং (Arjun Singh)। সূত্রের খবর, আজই পদ্ম ছেড়ে ফের জোড়াফুলে ফিরতে পারেন অধুনা বিজেপি (BJP) সাংসদ অর্জুন সিং।
#কলকাতা: গতকালের ঝড়-বৃষ্টির শেষে বাংলার রবিবাসরীয় মেজাজে আজ ফের এক ঝড়ের পূর্বাভাস। প্রাকৃতিক নয়, এই ঝড় রাজনৈতিক। কারণ সূত্রের জোরালো খবর হল, আজই ফুলবদলের পথে বিজেপির ব্যারাকপুরের বিধায়ক অর্জুন সিং। পদ্ম ছেড়ে ফের জোড়াফুলে পা দিতে চলেছেন নাকি তিনি। নিজেই একের পর এক বিস্ফোরক মন্তব্যে দিচ্ছেন তার আভাসও। যতদূর জানা যাচ্ছে আজ বিকেলেই ঘর ওয়াপসির পথে অর্জুন। সূত্রের খবর রবিবার বিকেল ৪টে নাগাদ তৃণমূলে (TMC) যোগ দিতে পারেন এককালে তৃণমূলের অন্যতম শক্তিশালী সৈনিক অর্জুন সিং।
এদিকে এই জল্পনার মধ্যেই ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট করলেন গেরুয়া শিবিরের অনুপম হাজরা (Anupam Hazra)। ফেসবুক পোস্টে অনুপম এদিন লেখেন, "আগে পাণ্ডবদের মধ্যে একজন গণ্য করা হত। কিন্তু কৌরবদের মধ্যেও তাঁকে পাওয়া গেলে কতটা অবাক হব ঠিক বুঝতে পারছি না।" বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার এহেন পোস্ট যে বস্তুত অর্জুন সিংকেই লক্ষ্য করে করা হয়েছে তা বলে দেওয়ার অপেক্ষা রাখে না।
advertisement
advertisement
পাট বৈঠক-সহ বেশ কিছু ইস্যুতে সম্প্রতি বেসুরো সুরে বাজছিলেন অর্জুন সিং (Arjun Singh)। সূত্রের খবর, আজই পদ্ম ছেড়ে ফের জোড়াফুলে ফিরতে পারেন অধুনা বিজেপি (BJP) সাংসদ অর্জুন সিং। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়ে ব্যারাকপুরের বিজেপি সাংসদের যোগদানের সম্ভাবনাও শোনা যাচ্ছে। তার আগে উত্তর ২৪ পরগনার নেতাদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হওয়ার খবরও পাওয়া যাচ্ছে সূত্রের মধ্যে।
advertisement
এই প্রেক্ষিতে অর্জুন সিংহ বলেন, "পাটশিল্প নিয়ে কেন্দ্রকে অনেক সময় দেওয়া হয়েছে। একটা দিকে কাউন্টডাউন শুরু, একটা দিকে কাউন্টডাউন শেষ। বিজেপিতে থাকতে চাইছি না, নাকি বিজেপি আমায় ধরে রাখতে পারছে না। কারও প্রতি কোনও ক্ষোভ নেই। যে পাশে ছিল তাঁকেও ধন্যবাদ, যে বিরুদ্ধে ছিল তাঁকেও ধন্যবাদ। আমি পাটশিল্প নিয়ে লড়াই করেছি, মানুষ কাউন্সিলর থেকে সাংসদ করেছেন। তৃণমূলের জন্মলগ্ন থেকে আমি ছিলাম। রাজনীতিতে সবকিছু সম্ভব, শেষ বলে কিছু নেই। আমি এখনও বিজেপিতেই আছি। দিদির সঙ্গে আমার সম্পর্ক খারাপ-ভালর প্রশ্ন নেই। যাঁর সঙ্গে আজ বৈঠক করব, বাংলার ভালর জন্য বৈঠক করব। কেন্দ্রের সঙ্গে পাটশিল্প নিয়ে বৈঠক হয়ে গেছে, এবার রাজ্যর সঙ্গে করব। খারাপ দেখেও যদি কেউ ঠিক করতে না চায়, তাহলে ক্ষোভ তো জন্মায়।"
advertisement
অন্যদিকে অর্জুন সিংয়ের তৃণমূলে ঘর ওয়াপসির জল্পনার মাঝেই টিটাগড়ে তৃণমূলের পার্টি অফিসের কাছে বিজেপি সাংসদকে স্বাগত জানিয়ে পোস্টার পড়েছে। এদিন টিটাগড়ে টাটা গেটের কাছে তৃণমূলের জেলা পার্টি অফিসের সামনে অর্জুন সিং ওয়েলকাম লেখা পোস্টার দেখা যায়। যা অর্জুন সিং-এর দল বদলের সম্ভাবনাকে বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 22, 2022 3:36 PM IST