Anupam Hazra: শাহী নির্দেশে পদ খুইয়ে সোশ্যাল মিডিয়ায় তাৎপর্যপূর্ণ মন্তব্য অনুপমের, রাজনৈতিক মহলে শোরগোল!

Last Updated:

মঙ্গলবার রাতেই জেপি নাড্ডার নির্দেশ মোতাবেক অনুপম হাজরাকে কেন্দ্রীয় সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়ার চিঠি প্রকাশ্যে আসে। আর এর কয়েক ঘণ্টার মধ্যেই অনুপম হাজরার তাৎপর্যপূর্ণ মন্তব্য রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে।

শাহী নির্দেশে পদ খুইয়ে সোশ্যাল মিডিয়ায় তাৎপর্যপূর্ণ মন্তব্য অনুপম হাজরার
শাহী নির্দেশে পদ খুইয়ে সোশ্যাল মিডিয়ায় তাৎপর্যপূর্ণ মন্তব্য অনুপম হাজরার
কলকাতা: গতকাল, মঙ্গলবার বঙ্গ সফরে থাকাকালীন অমিত শাহকে বঙ্গ বিজেপি নেতৃত্ব অনুপম হাজরাকে নিয়ে নালিশ জানায় বলে খবর। এরপরই অমিত শাহ, জে পি নাড্ডাকে অনুপমের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বলে বিজেপি সূত্রের খবর। তড়িঘড়ি মঙ্গলবার রাতেই জেপি নাড্ডার নির্দেশ মোতাবেক অনুপম হাজরাকে কেন্দ্রীয় সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়ার চিঠি প্রকাশ্যে আসে। আর এর কয়েক ঘণ্টার মধ্যেই অনুপম হাজরার তাৎপর্যপূর্ণ মন্তব্য রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে। তাঁর পোস্ট, কিছু শর্ত মেনে চললে ‘‘ আবার সব আগের মতো’’ !
অনেক দিন ধরেই রাজ্যে দলের মধ্যে কোণঠাসা হয়েছিলেন ৷ কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বও যে তাঁর পাশে নেই, তা পরিষ্কার হয়ে যাচ্ছিল ৷ শেষ পর্যন্ত অনুপম হাজরাকে দলের কেন্দ্রীয় সম্পাদকের পদ থেকে সরিয়ে দিয়েছেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ৷ মঙ্গলবার কলকাতা সফরের মধ্যেই এই সিদ্ধান্ত নেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি ৷ পরে আনুষ্ঠানিক ভাবে বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয় বিজেপি-র পক্ষ থেকে ৷
advertisement
advertisement
অনেক দিন ধরেই দলের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে সরব বোলপুরের প্রাক্তন সাংসদ অনুপম হাজরা ৷ বার বার সামাজিক মাধ্যমে দলের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি ৷ দলের নেতাদের বিরুদ্ধেই দুর্নীতিতে জড়িত থাকার মতো অভিযোগও এনেছেন ৷
advertisement
ফলে অনুপমকে নিয়ে বিরক্ত ছিলেন দলের রাজ্য নেতারাও ৷ অনুপমের কার্যকলাপে যে দলের বিড়ম্বনা বাড়ছে, দিল্লিতে বিজেপি-র শীর্ষ নেতৃত্বের কাছেও সেই অভিযোগ পৌঁছেছিল ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anupam Hazra: শাহী নির্দেশে পদ খুইয়ে সোশ্যাল মিডিয়ায় তাৎপর্যপূর্ণ মন্তব্য অনুপমের, রাজনৈতিক মহলে শোরগোল!
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement